Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি বিমান হামলা, তীব্র নিন্দা পাকিস্তানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৭:৩৭ পিএম

গাজায় ইসরাইলি বিমান হামলা, তীব্র নিন্দা পাকিস্তানের

গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। নিরীহ ফিলিস্তিনিদের ওপর মঙ্গলবার চালানো বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। 

ইসরাইলের চালানো এই নতুন হামলায় প্রায় সাড়ে ৪শ নিরপরাধ ফিলিস্তিনি শহিদ হয়েছেন। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

বুধবার দেওয়া ওই বিবৃতিতে পাকিস্তান বলেছে, পবিত্র রমজান মাসে এই হামলা যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন এবং এই বিপজ্জনক পদক্ষেপ গোটা অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।

গাজা তথা পশ্চিম এশিয়ায় অবিলম্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সহিংসতা বন্ধ এবং কূটনৈতিক প্রচেষ্টা পুনরায় শুরু করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান।

দখলদার ইহুদিবাদী ইসরাইল সোমবার মধ্যরাত থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় পুনরায় হামলা শুরু করেছে। যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার যুদ্ধমন্ত্রী ইসরাইল কাৎজের নির্দেশে ইসরাইলি সেনাবাহিনী গাজা উপত্যকার বিরুদ্ধে পুনরায় গণহত্যা শুরু করেছে। এর মধ্যদিয়ে কার্যত যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা করেছে বর্বর এই বাহিনী।

যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইহুদিবাদী বাহিনী গাজায় আবাসিক বাড়ি-ঘর, স্কুল, শরণার্থী শিবির এবং অস্থায়ী তাঁবুগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে।

সোমবার রাত থেকে শুরু হওয়া এই হামলায় শহিদের সংখ্যা ৪৩৬ ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছেন আরও শত শত ফিলিস্তিনি। প্রাথমিক তথ্য মতে, হতাহতদের বেশিরভাগই শিশু এবং নারী।

ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম