Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি বাহিনীর রাতভর হামলায় নিহত ২৭

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৫:৩৫ পিএম

গাজায় ইসরাইলি বাহিনীর রাতভর হামলায় নিহত ২৭

দখলদার ইসরাইলি বাহিনী গাজার বিভিন্ন স্থানে নতুন করে রাতভর ও ভোরের দিকে বিমান হামলা চালিয়ে অন্তত ২৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে।

বুধবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার ওপর ইসরাইলের অব্যাহত আগ্রাসনে এ পর্যন্ত ৪৮,৫৭৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১,১২,০৪১ জন আহত হয়েছে। 

অন্যদিকে গাজার সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা আপডেট করে ৬১,৭০০ জনেরও বেশি বলে জানিয়েছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

এমন পরিস্থিতিতে হামাস কর্মকর্তা তাহের আল-নোনো বলেছেন, গাজা উপত্যকায় নতুন করে ইসরাইলি বোমাবর্ষণ সত্ত্বেও তারা আলোচনার দরজা বন্ধ করেনি। তবে তিনি জোর দিয়ে বলেছেন যে, স্বাক্ষরিত চুক্তি থাকলে নতুন চুক্তির প্রয়োজন নেই।

তবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক ও আর্থিক সহায়তা পেয়েই মূলত হামাসের যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন। তিনি দাবি করেছেন, ‘ইসরাইলি বাহিনী কেবল হামাস যোদ্ধাদেরই লক্ষ্যবস্তু বানাচ্ছে’।

এদিকে ফিলিস্তিনি সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানায় যে, মঙ্গলবার ইসরাইল গাজায় হামাসের সঙ্গে জানুয়ারি থেকে চলা যুদ্ধবিরতি ভঙ্গ করেছে এবং একদিনের হামলায় ৪০৪ জনের প্রাণহানি ঘটেছে।

খান ইউনিস ও রাফাহে শরণার্থীদের তাবুতে হামলা

ওয়াফা জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় শরণার্থীদের একটি তাবুতে ইসরাইলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

এছাড়া খান ইউনিসের উত্তরে আরও একটি তাবুতে হামলায় এক নারী ও এক শিশু নিহত হয়েছে এবং তিনজন আহত হয়েছে।

খান ইউনিসের পশ্চিম অংশে তৃতীয় একটি তাবুতে ইসরাইলি হামলায় চারজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি সম্প্রচার মাধ্যম।

চতুর্থ আরেকটি তাবুতে হামলা চালিয়ে পাঁচ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী, যেখানে আরও অনেকে আহত হয়েছেন।

এছাড়া, রাফাহ শহরের পশ্চিম অংশে আরেকটি তাবুতে ইসরাইলি বিমান হামলায় দুই শিশুর মৃত্যু হয়েছে বলে একটি মেডিকেল সূত্র আনাদোলুকে জানিয়েছে।

গাজা সিটিতে বাড়িতে হামলা, নিহত ৪

এদিকে গাজা সিটির আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে থাকা একটি মেডিকেল সূত্র জানিয়েছে, আল-সাবরা এলাকার আল-হাত্তাব পরিবারের একটি বাড়িতে ইসরাইলি হামলায় চারজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন।

এই হামলাগুলো জানুয়ারিতে কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া অস্ত্রবিরতির সবচেয়ে বড় লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। মঙ্গলবারের হামলায় একদিনেই ৪০০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের সামরিক অভিযানে গাজায় এখন পর্যন্ত প্রায় ৬২,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন ১১২,০০০-র বেশি মানুষ।

২০২৪ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

এছাড়া ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (ICJ) গণহত্যার অভিযোগে মামলা চলছে।

ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম