Logo
Logo
×

আন্তর্জাতিক

জাফর এক্সপ্রেসে সন্ত্রাসী হামলা

আফগানিস্তানকে শত্রু বানানোর চেষ্টা কেন— প্রশ্ন ইমরান খানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১০:৫০ এএম

আফগানিস্তানকে শত্রু  বানানোর চেষ্টা কেন— প্রশ্ন ইমরান খানের

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) জাফর এক্সপ্রেসে নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-এর সন্ত্রাসী হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেছে পাকিস্তান।  দেশটি অভিযোগ করেছে, আফগানিস্তান সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে এবং সীমান্তবর্তী হামলায় মদদ দিচ্ছে। 

পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের তালেবান সরকারের বিরোধের মধ্যে ট্রেনে সন্ত্রাসী হামলা ঘটনা সম্পর্কে আরও অবনতি করেছে।

এমন আবহে পাকিস্তান তেহরিক-এ-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের বোন আলিমা খান মঙ্গলবার সাংবাদিকদের জানান, তার ভাই বলেছেন, ‘আফগানিস্তান আমাদের শত্রু  নয়, কেন তাদের শত্রু  বানানোর চেষ্টা করা হচ্ছে?’

তিনি আরও বলেন, ‘কেন মুসলিম ভাইদের সাথে যুদ্ধ শুরু করতে চাইছেন’? এই মন্তব্যগুলো ইমরান খান তাকে ব্যক্তিগতভাবে বলেছেন, যখন তিনি আদিয়ালা জেলে তার ভাইয়ের সাথে দেখা করেন।  

বুধবার (১৯ মার্চ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

আলিমা জানান, পিটিআই প্রতিষ্ঠাতা বলেছেন, তার দল শুধুমাত্র তার অনুমতি নিয়ে জাতীয় নিরাপত্তা কমিটির সভায় যাবে। এক প্রশ্নের উত্তরে তিনি উল্লেখ করেন, ইমরান বলেন, গ্রাফ দেখুন, ২০২১ সালের মধ্যে সন্ত্রাসবাদ কমেছিল, কিন্তু ২০২২ সালে তা আবার বৃদ্ধি পেতে শুরু করেছে।

তিনি বলেন, ইমরান বর্তমানে পত্রিকা পড়ছেন না এবং তার টিভি সেটও বন্ধ রয়েছে। আলিমা খান আরও জানান, গত ছয় মাসে ইমরান শুধুমাত্র চার বার তার সন্তানদের সাথে ফোনে কথা বলেছেন।

এদিকে, পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্য সচিব শেখ ওয়াকাস আকরাম বলেন, রাষ্ট্র যদি মৌলিক এবং তাত্ক্ষণিক সংশোধন না করে, তবে দেশের মধ্যে শান্তি ও অগ্রগতি কখনই অর্জন সম্ভব হবে না।

তিনি বলেন, ক্ষমতা দখলকারীদের স্বার্থপর এবং স্বল্পদৃষ্টিকোণী নীতির কারণে দেশ বিভক্ত হয়ে গেছে এবং জনগণ বঞ্চিত হয়েছে। 

তিনি দাবি করেন, রাষ্ট্রকে সংবিধানিক সীমানার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, জনগণের অধিকার রক্ষা করতে হবে এবং জাতীয় স্বার্থকে ব্যক্তিগত ও রাজনৈতিক এজেন্ডার ওপর অগ্রাধিকার দিতে হবে। 

তিনি পাকিস্তানের অস্তিত্বগত হুমকি এবং খাইবার পাখতুনখোয় ও বেলুচিস্তানে ‘মরীচিকার আগ্নেয়গিরি’ বিস্ফোরিত হওয়ার শঙ্কা প্রকাশ করেন এবং এসব অঞ্চলের বাস্তব সমস্যাগুলোর দ্রুত সমাধান প্রয়োজন বলে উল্লেখ করেন। 

তিনি আরো বলেন, চুরি করা ম্যান্ডেটধারীরা পিটিআই এবং তার নেতৃত্বকে সমালোচনা করার জন্য একটি ব্রিগেড তৈরি করেছে, অথচ তারা পাকিস্তানের প্রকৃত নেতা ইমরান খানের সাথে বৈঠক করার জন্য সত্যিকার প্রস্তাবনা নিয়ে আলোচনা করতে প্রস্তুত নয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম