Logo
Logo
×

আন্তর্জাতিক

শুধু গুলির মাঝেই যুদ্ধবিরতির আলোচনা চলবে: হামাসকে হুঁশিয়ারি নেতানিয়াহুর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৭:২৭ এএম

শুধু গুলির মাঝেই যুদ্ধবিরতির আলোচনা চলবে: হামাসকে হুঁশিয়ারি নেতানিয়াহুর

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় পুনরায় বিমান হামলা চালানোর বিষয়ে হামাসে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধবিরতি পুনঃপ্রতিষ্ঠার আলোচনা চলবে, তবে সেটি শুধুমাত্র গুলির মাঝেই।

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন।

নেতানিয়াহু বলেন, হামাসের ওপর সামরিক চাপ সৃষ্টি করা এবং বন্দিদের মুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত ও এই হামলা মাত্র শুরু।

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ইসরাইল তার সমস্ত লক্ষ্য অর্জন না করা পর্যন্ত নতুন হামলা অব্যাহত থাকবে। হামাসকে ধ্বংস করা এবং তাদের হাতে আটক সব জিম্মিকে মুক্ত করাই মূল লক্ষ্য।

ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় হামাস ইতোমধ্যেই আমাদের শক্তি অনুভব করেছে। আমি আপনাদের এবং তাদের প্রতিশ্রুতি দিতে চাই যে এটি কেবল শুরু।

এর আগে, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ গাজায় অনেক সপ্তাহ এমনকি মাসের পর মাস ধরে যুদ্ধের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন।

ইসরাইল কাটজ একটি বিমানঘাঁটি পরিদর্শনের সময় সাংবাদিকদের বলেন, হামাসকে বুঝতে হবে যে খেলার নিয়ম বদলে গেছে।

তিনি বলেন, জিম্মিদের মুক্ত না করা হলে নরকের দরজা খুলে যাবে এবং আকাশে, সমুদ্রে এবং স্থলে আইডিএফের পূর্ণ শক্তির মুখোমুখি হতে হবে হামাসকে।

ইসরাইলি সেনাবাহিনী ইঙ্গিত দিয়েছে যে খুব শিগগিরই গাজায় স্থল হামলা করতে পারে।

সূত্র: রয়টার্স, গার্ডিয়ান

ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম