ট্রাম্পের ট্রুথ সোশ্যালে যোগ দিয়ে ‘আনন্দিত’ মোদি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৭:৩৮ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পডকাস্ট শো শেয়ার করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এর কয়েক ঘণ্টা পরই ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ যোগ দিলেন মোদি।
এর মধ্য দিয়ে মোদি ট্রুথ স্যোশালে যোগ দেওয়া অল্প কয়েকজন বিশ্বনেতার কাতারে শামিল হলেন।
সোমবার ট্রুথ স্যোশালে প্রথম পোস্টে মোদি শেয়ার করেছেন ২০১৯ সালে তার যুক্তরাষ্ট্র সফরের সময় টেক্সাসের হিউস্টোনে ট্রাম্পের সঙ্গে তোলা একটি ছবি। সঙ্গে লিখেছেন, ট্রুথ সোশ্যাল প্লাটফর্মে যোগ দিতে পেরে আনন্দিত।
রোববারই জনপ্রিয় মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যানকে সাক্ষাৎকার দেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। তিন ঘণ্টার ওই পডকাস্টে নানা বিষয়ে কথা বলেছেন তিনি।
সেখানে যেমন উঠে এসেছে গুজরাট দাঙ্গার কথা, তেমনই ছোটবেলার কথা বলেছেন মোদি। চীনের সঙ্গে ভারতের সম্পর্কের কথাও বলেন তিনি।
আর এই পডকাস্টেই ট্রাম্পের সঙ্গে মোদি তার সুসম্পর্কের কারণ ব্যাখ্যা করেন। ট্রাম্পের ‘আমেরিকা প্রথম’ নীতির কথা বলতে গিয়ে মোদি নিজের ‘ভারত প্রথম’ নীতির কথা তুলে ধরেন। তারপরই বলেন, একই ধরনের ভাবনাচিন্তার জন্যই দুইজনের এত ভাল সম্পর্ক।
মোদির এই তিন ঘণ্টার পডকাস্টেরই ইউটিউব লিঙ্ক সোমবার ট্রুথ স্যোশালে শেয়ার করেন ট্রাম্প।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ট্রুথ স্যোশাল চালু করেছিলেন ট্রাম্প। সে সময় জো বাইডেনের কাছে নির্বাচনে হেরে ট্রাম্প ক্যাপিটল হিল সহিংসতায় উস্কানি দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। সেকারণে মাইক্রোব্লগিং সাইট, তৎকালীন টুইটার (বর্তমানে এক্স) এবং ফেসবুক ট্রাম্পকে নিষিদ্ধ করেছিল।
এরপরই নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালু করেন ট্রাম্প। ‘ট্রুথ সোশ্যাল’- ‘ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ’-এর মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।