Logo
Logo
×

আন্তর্জাতিক

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দাবি

হুথিদের ওপর হামলা চালিয়ে বিশ্বের উপকার করছে যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১১:১০ এএম

হুথিদের ওপর হামলা চালিয়ে বিশ্বের উপকার করছে যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: সংগৃহীত

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ওপর হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র বিশ্বের উপকার করছে। ফক্স নিউজ রেডিওতে এক সাক্ষাৎকারে সম্প্রতি ইয়েমেনে চালানো মার্কিন বিমান হামলা নিয়ে এমন কথা বলেন তিনি। 

মার্কো রুবিও বলেন, ‘এটা ভাবা ভুল যে আমরা ইয়েমেনে হামলা করছি।  আমরা হুথিদের ওপর বোমা হামলা চালাচ্ছি।  আর ঘটনাক্রমে হুথিরা ইয়েমেনেই অবস্থান করে। ’

সাক্ষাতকারে রুবিও বলেন, ‘মার্কিন হামলাগুলো লোহিত সাগরে হুথিদের হামলা বন্ধ করার জন্য করা হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘লোহিত সাগরে চলাচলকরা জাহাজগুলোকে লক্ষ্য করে চালানো হুথিদের হামলা মানুষের জিনিসপত্র কেনাকে ক্ষতিগ্রস্ত করেছে, তা আপনি অ্যামাজন থেকে অর্ডার করুন বা কোনও দোকান থেকেই কিনুন না কেন। ’

যুক্তরাষ্ট্রের শীর্ষ এ কূটনীতিক আরও বলেন, আমরা আমাদের নৌবাহিনীর জাহাজ ও বাণিজ্যিক জাহাজগুলোতে তাদের (হুথি) হামলা চালানোর ক্ষমতাকে ধাওয়া করছি। 

তবে রুবিও সাক্ষাতকারে এটি উল্লেখ করেননি যে, শনিবার যুক্তরাষ্ট্র ইয়েমেনে বোমা হামলা শুরু করার আগে হুথিরা গাজায় যুদ্ধবিরতির পর লোহিত সাগরে আক্রমণ বন্ধ করে দিয়েছিল। 

সাক্ষাতকারে জাতিসংঘ কর্তৃক যাচাইকৃত প্রতিবেদনের বিষয়েও আলোচনা করা হয়নি। ওই প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনে মার্কিন হামলায় নিহতদের মধ্যে কমপক্ষে দুই শিশু ছিল।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার (১৫ মার্চ) থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর ওপর বড় ধরনের বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।  এতে কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজন শিশুও রয়েছে বলে জানিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুথির স্বাস্থ্য বিভাগ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম