সন্ত্রাসবাদ ইস্যুতে ভারত ‘ভুক্তভোগীর গল্প’ প্রচার করছে: পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১০:২২ এএম
-67d8faef9fbcf.jpg)
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক মন্তব্যকে ‘একপাক্ষিক ও বিভ্রান্তিকর’ আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মোদির বক্তব্যকে প্রত্যাখ্যান করে জানায়, ভারত মিথ্যা ‘ভুক্তভোগী সত্তার গল্প’ প্রচার করছে, অথচ দেশটি নিজেই পাকিস্তানে অস্থিরতা উসকে দিচ্ছে এবং ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে ভিন্নমত দমন করছে।
সোমবার এক বিবৃতিতে ইসলামাবাদ অভিযোগ করেছে নয়াদিল্লি আঞ্চলিক শান্তি নিয়ে কথা বললেও কাশ্মীর ইস্যুকে উপেক্ষা করছে।
সোমবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
মোদি সম্প্রতি মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, পাকিস্তানের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার জন্য ভারতের প্রচেষ্টা সবসময় ‘শত্রুতা ও বিশ্বাসঘাতকতার’ সম্মুখীন হয়েছে। তবে তিনি আশা প্রকাশ করেন ইসলামাবাদে ‘বুদ্ধিমত্তা কাজ করবে’ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত হবে।
‘অন্যদের দোষারোপ করার পরিবর্তে ভারতকে তার নিজস্ব কর্মকাণ্ডের দিকে তাকানো উচিত—বিশেষ করে বিদেশি ভূখণ্ডে টার্গেট কিলিং, নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার বিষয়ে’, বিবৃতিতে জানানো হয়।
পাক পররাষ্ট্র মন্ত্রণালয় পুনরায় জোর দিয়ে জানিয়েছে, কাশ্মীরসহ সব বিরোধপূর্ণ বিষয় গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। এ ছাড়া, পাকিস্তানে হত্যা ষড়যন্ত্রে ভারতীয় গোয়েন্দাদের জড়িত থাকার অভিযোগের প্রসঙ্গও তুলেছে ইসলামাবাদ।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা ভারতের কঠোর মনোভাব ও আধিপত্যবাদী আকাঙ্ক্ষার কাছে বন্দি হয়ে আছে। ভারত থেকে ছড়ানো পাকিস্তানবিরোধী প্রচারনা দ্বিপাক্ষিক সম্পর্কের পরিবেশ নষ্ট করছে এবং শান্তি ও সহযোগিতার সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে। এটি বন্ধ হওয়া উচিত’।
উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারিতে পাকিস্তান অভিযোগ তোলে যে ভারত ‘অবৈধভাবে ও বিচারবহির্ভূতভাবে’ পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে দুই নাগরিককে হত্যা করেছে। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে নয়াদিল্লির বিরুদ্ধে পাকিস্তানের পশ্চিমাঞ্চল, বিশেষ করে বেলুচিস্তানে বিদ্রোহ উসকে দেওয়ার অভিযোগ করে আসছে।