মার্কিন গোয়েন্দা প্রধানের সঙ্গে অজিত দোভালের যেসব আলোচনা হল

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০১:০৮ পিএম

ভারত সফরে এসেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা (ডিএনআই) বিভাগের প্রধান তুলসি গ্যাবার্ড।দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন তিনি।
রোববারের এই বৈঠকে দু’পক্ষের মধ্যে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।
সংবাদ সংস্থা পিটিআই একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, দোভাল-তুলসীর একান্ত বৈঠকে ভারত-আমেরিকার কৌশলগত বোঝাপড়াকে আরও নিবিড় করতে গোয়েন্দা তথ্য আদানপ্রদানে জোর দেওয়ার কথা বলা হয়েছে। তাদের এই আলোচনা ‘ইতিবাচক’ হয়েছে বলে ওই সূত্র জানিয়েছে।
আন্তর্জাতিক পর্যায়ে সন্ত্রাসবাদের প্রসার কমাতে গোয়েন্দা তথ্য আদান-প্রদানে একে অপরকে সাহায্য করবে বলে একমত হয়েছে নয়াদিল্লি এবং ওয়াশিংটন।
তুলসীর সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন স্থানে খলিস্তানপন্থী এবং অন্য বিচ্ছিন্নতাবাদীদের ভারত-বিরোধী কার্যকলাপ নিয়ে উদ্বেগপ্রকাশ করেন দোভাল।
তুলসি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত আস্থাভাজন। গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের দিন সামরিক কর্মকর্তা থেকে গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ পান তিনি। মোদিই ছিলেন তার প্রথম বিদেশি অতিথি। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার আলোচনাতেও বাংলাদেশ ও পাকিস্তান নিয়ে কথা হয়েছিল।
এবার ভারত সফরে মার্কিন এই গোয়েন্দা প্রধান প্রথম দিনেই অংশ নিচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশের গোয়েন্দা বিভাগের প্রধানদের একটি হাই-প্রোফাইল সম্মেলন বা সিকিওরিটি কনফারেন্সে, যেটির সভাপতিত্ব করছেন ভারতের অজিত দোভাল।
এই সম্মেলনে ‘কোয়াড’ জোটের চার শরিকেরই (অস্ট্রেলিয়া, ভারত, আমেরিকা ও জাপান) গোয়েন্দা প্রধান বা ইনটেলিজেন্স চিফরা উপস্থিত থাকবেন। এ ছাড়া বিশ্বের সবচেয়ে ধনী সাতটি দেশের জোট জি-সেভেনের অন্য প্রতিনিধিরাও থাকার কথা রয়েছে।