বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসীনেতা আবু খাদিজা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৪:৪৯ পিএম

মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী এবং ইরাকের গোয়েন্দা সংস্থার সম্মিলিত এক অপারেশনে আবু খাদিজা নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহম্মদ শিয়া আল-সুদানি।
নিহতের প্রকৃত নাম আবদাল্লা মাক্কি মুসলি আল-রাফা। তিনি ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তবে আবু খাদিজা নামেই বেশি পরিচিত ছিলেন তিনি।
ইরাকের প্রধানমন্ত্রী মোহম্মদ শিয়া আল-সুদানির মতে, আবু খাদিজা ইরাক এবং বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসীদের একজন হিসাবে বিবেচিত ছিলেন।
সম্প্রতি আল-রাফাকে অন্য একজন আইএস অপারেটিভের সঙ্গে মৃত অবস্থায় পাওয়া গেছে। দুজনেরই পরনে সুইসাইড ভেস্ট ছিল বেলে জানা গেছে। সঙ্গে ছিল প্রচুর অস্ত্রশস্ত্র। পরে ডিএনএ পরীক্ষা করে নিশ্চিত করা হয় তাদের পরিচয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমাদের নির্ভীক যোদ্ধারা তাকে হত্যা করেছে।
ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক্স-এ একটি এয়ার স্ট্রাইকের ভিডিও পোস্ট করেছে। যা বৃহস্পতিবার ইরাকের পশ্চিম আল আনবার প্রদেশে চালানো হয়েছিল বলে জানা গেছে।
মার্কিন কেন্দ্রীয় কমান্ড বলেছে, আবদাল্লা মাক্কি মুসলি আল-রাফা বা আবু খাদিজা আইএসের সবচেয়ে সিনিয়র সিদ্ধান্ত গ্রহণকারীদের প্রধান ছিলেন এবং বিশ্বব্যাপী আইএস দ্বারা পরিচালিত অপারেশন, লজিস্টিক এবং পরিকল্পনার নেতৃত্বে ছিলেন। পাশাপাশি আইএসের আর্থিক মদদ সংক্রান্ত বিষয়েও তার বিরাট অবদান ছিল।
ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরাকি সরকার এবং কুর্দি আঞ্চলিক সরকারের সমন্বয়ে আইএসআইএসের অন্য সদস্যের সঙ্গে আবু খাদিজার দুর্বিষহ জীবন শেষ করা হয়েছে। শক্তির মাধ্যমে শান্তি।
জেনারেল মাইকেল এরিক কুরিল্লা বলেছেন, আবু খাদিজা সমগ্র বিশ্বব্যাপী আইএস সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। আমরা সন্ত্রাসীদের এভাবেই হত্যা করে যাব। তাদের সংগঠনগুলোকে ভেঙে দেব, যেগুলো আমাদের মাতৃভূমি যুক্তরাষ্ট্র, মিত্র এবং অংশীদারদের এ অঞ্চলে এবং এর বাইরে হুমকির মুখে ফেলবে। সূত্র: বিবিসি