
প্রিন্ট: ১৩ এপ্রিল ২০২৫, ০৭:৪৩ এএম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০৪:৫৭ পিএম

আরও পড়ুন
ইরানি, চীনা ও রুশ কূটনীতিকরা ইরানের ওপর আরোপিত ‘অবৈধ নিষেধাজ্ঞা’ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকারের প্রতি জোর দিয়েছেন।
শুক্রবার বেইজিংয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং অন্যান্য আন্তর্জাতিক ইস্যু নিয়ে মতবিনিময় করেন তিন দেশের কূটনীতিকরা।
বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে তারা সব একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওক্সুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এবং রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ।
বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবশ্যই বর্তমান পরিস্থিতির মূল কারণগুলো চিহ্নিত করে সমাধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে এবং নিষেধাজ্ঞা, চাপ বা সামরিক হুমকি থেকে সরে আসতে হবে।
তারা জোর দিয়ে বলেন, ‘পারস্পরিক সম্মানের ভিত্তিতে সংলাপই একমাত্র কার্যকর সমাধান। পাশাপাশি সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত এমন কোনো পদক্ষেপ না নেওয়া, যা পরিস্থিতি আরও জটিল করবে ও কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যাহত করবে’। সূত্র: মেহের নিউজ