Logo
Logo
×

আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ

ইসরাইলি সেনাদের বিরুদ্ধে তদন্তে নেমেছে পুলিশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১০:৫৯ এএম

ইসরাইলি সেনাদের বিরুদ্ধে তদন্তে নেমেছে পুলিশ

ছবি: সংগৃহীত

ইসরাইলি দখলদার বাহিনীর গাজায় বেসামরিক নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহারের অন্তত ছয়টি ঘটনা তদন্ত করছে দেশটির সামরিক পুলিশ। চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত রেড ক্রসের একটি প্রতিবেদনের প্রতিক্রিয়ায় এই তদন্ত শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর। 

রেড ক্রসের প্রতিবেদনে দখলদার ইসরাইল সেনাদের ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের কথা তুলে ধরা হয়েছে।  

এরই পরিপ্রেক্ষিতে তদন্তে নেমেছে ইসরাইলি পুলিশ। তদন্তে গাজার নেটজারিম করিডোরে সম্ভাব্য নির্যাতনের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।  এক প্রতিবেদনে সংবাদমাধ্যম হারেটজ দাবি করেছে, করিডোরে বেসামরিক নাগরিকদের ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করে নির্বিচারে গুলি করা হয়েছে। 

আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলি কয়েক মাস ধরে ফিলিস্তিনিদের মানব ঢাল হিসেবে ব্যবহারের মাধ্যমে ইসরাইলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়ে প্রতিবেদন করেছে।

গত অক্টোবরে সিএনএন জানিয়েছে, ইসরাইলি দখলদার বাহিনী তাদের কর্মীদের হতাহত এড়াতে সম্ভাভ্য ঝুঁকিপূর্ণ ভবন এবং সুড়ঙ্গে ফিলিস্তিনি বন্দিদের জোর করে ঢুকিয়েছে।

ইসরাইলি সেনাদের উদ্ধৃতি করে সিএনএন বলেছে, ‘আমরা তাদের (ফিলিস্তিনি বেসামরিক) আমাদের আগে ভবনে প্রবেশ করতে বলেছিলাম। যদি কোনো ফাঁদ থাকে, তবে তাদের ওপর বিস্ফোরিত হবে, আমাদের নয়। ’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম