Logo
Logo
×

আন্তর্জাতিক

ওআইসির সদস্যপদ ফিরে পেল সিরিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৮:৩৭ এএম

ওআইসির সদস্যপদ ফিরে পেল সিরিয়া

ছবি: সংগৃহীত

এক দশকেরও বেশি সময় পর ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি’র সদস্যপদ ফিরে পেয়েছে সিরিয়া।ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) ২০তম জরুরি অধিবেশনে এ সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।  খবর মিডল ইস্ট মনিটরের। 

গত শুক্রবার (৭ মার্চ) সিএফএম সভাটি ওআইসি সদর দফতর জেদ্দায় অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ওআইসি। 

মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা সিরিয়ার সদস্যপদ ফিরে পাওয়াকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করে একে স্বাগত জানান। তিনি আরও বলেন, ‘এটি সিরিয়ার জনগণকে তাদের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সময়ে সহায়তা করবে।’

তাহা বলেন, ওআইসি’তে সিরিয়ার সদস্যপদ দেশটিকে শান্তিপূর্ণ ও নিরাপদভাবে রাজনৈতিক উত্তরণ সম্পন্ন করতে সাহায্য করবে- যা প্রতিষ্ঠান, আঞ্চলিক অখণ্ডতা ও রাষ্ট্রগুলোর মধ্যে মর্যাদা পুনরুদ্ধার নিশ্চিত করবে।

ওআইসি’র লক্ষ্য ও নীতিমালা বাস্তবায়ন এবং যৌথ ইসলামি কর্মকাণ্ড জোরদারে সিরিয়াকে পূর্ণ সহযোগিতা করতে তার প্রস্তুতির কথাও ব্যক্ত করেন তাহা।

উল্লেখ্য, ২০১২ সালে সিরিয়ার সদস্যপদ স্থগিত করে ওআইসি। বিক্ষোভকারীদের ওপর তৎকালীন আসাদ বাহিনীর নৃশংস দমন-পীড়ন, বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা ও নির্যাতনের কারণে দেশটির সদস্যপদ স্থগিত করা হয়েছিল। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম