Logo
Logo
×

আন্তর্জাতিক

দোহায় যুক্তরাষ্ট্র-হামাস বৈঠকের বিস্তারিত তথ্য প্রকাশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০৫:৫১ পিএম

দোহায় যুক্তরাষ্ট্র-হামাস বৈঠকের বিস্তারিত তথ্য প্রকাশ

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও হামাসের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকের কিছু তথ্য প্রকাশ করেছেন ফিলিস্তিনি সাংবাদিক তামের আলমিশাল।

তিনি জানান, গত সপ্তাহে দোহায় যুক্তরাষ্ট্র ও হামাসের মধ্যে চারটি সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মার্কিন কর্মকর্তারা একজন জীবিত মার্কিন সৈন্য ও চারটি মৃতদেহ হস্তান্তরের জন্য একটি পৃথক (আংশিক) চুক্তির অনুরোধ করেন। হামাস এই আংশিক চুক্তিতে সম্মত হয় এবং এর বিনিময়ে শত শত ফিলিস্তিনি বন্দির মুক্তি দাবি করে।

এ চুক্তির আওতায় মার্কিন কর্মকর্তারা ২৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে সম্মত হন। যার মধ্যে ১০০ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং বাকিরা দীর্ঘমেয়াদী দণ্ডপ্রাপ্ত। 

এদিকে ইসরাইল এই যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দিদের তালিকা থেকে ৫০ জনের নাম বাতিল করার অধিকার চায়। তবে হামাস সর্বোচ্চ ১০ জনের আপত্তি গ্রহণের শর্ত দেয়।

পরে চতুর্থ বৈঠকে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান থেকে সরে আসে। তারা জানায় যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন বন্দিদের মুক্তি কোনোরকম বিনিময় ছাড়াই চান। এর ফলে বৈঠকটি চূড়ান্ত কোনো চুক্তি ছাড়াই শেষ হয়।

এসব তথ্য অনলাইন সংবাদমাধ্যম ‘দ্য ক্র্যাডল’ আল-জাজিরার সাংবাদিক তামের আলমিশালকে উদ্ধৃত করে প্রকাশ করেছে। সূত্র: মেহের নিউজ

ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম