মুর্শিদাবাদে নবাবের সম্পত্তি রক্ষায় বড় পদক্ষেপ কলকাতা হাইকোর্টের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০২:২২ পিএম

ছবি: সংগৃহীত
মুর্শিদাবাদে নবাব সিরাজ-উদ-দৌলার সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।
আর্কিওলজি বিভাগের এক, হেরিটেজ বিভাগের এক এবং মুর্শিদাবাদের একজন জেলা ম্যাজিস্ট্রেটকে নিয়ে এই তিন সদস্যের কমিটি গঠন করে আদালত।
হাইকোর্ট সূত্র জানায়, কমিটির সদস্যরা এখন থেকে নবাবের সম্পত্তির আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন। স্থানটি পরিদর্শন করে ৬ মাসের মধ্যে আদালতে রিপোর্টে জমা দেবেন।
নজরদারির অভাবে ভাগীরথীর গর্ভে তলিয়ে যাচ্ছে মুর্শিদাবাদে নবাব সিরাজ-উদ-দৌলার সম্পত্তি। এ নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে।
বাংলার শেষ নবাবের সম্পত্তি রয়েছে মুর্শিদাবাদে। রক্ষণাবেক্ষণের অভাবে সেই সম্পত্তি ভাগীরথীতে তলিয়ে যাচ্ছে। অথচ তা রক্ষা করার বিষয়ে সরকার কোনো উদ্যোগ না নেওয়ায় মামলা গড়ায় হাইকোর্টে।
ওই মামলাতেই গত বৃহস্পতিবার হেরিটেজ রক্ষার প্রশ্নে রাজ্যকে তীব্র ভর্ৎসনা করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।
এ প্রসঙ্গে রাইটার্স বিল্ডিং নিয়েও রাজ্যের পদক্ষেপ জানতে চেয়েছিল আদালত।
প্রধান বিচারপতির পর্যবেক্ষণ ছিল, ‘হেরিটেজের জায়গায় বড় বড় হাইরাইজ বিল্ডিং তৈরি হচ্ছে। পুরনো ইতিহাস রক্ষার পরিবর্তে তা ভেঙে ফেলা হচ্ছে’!
একই সঙ্গে বিচারপতিকে বলতে শোনা যায়, ‘যে কোনো কিছু ভেঙে ফেলা খুব সহজ। ৪৮ ঘণ্টায় ভেঙে ফেলতে পারবেন। কিন্তু ফেরাতে পারবেন না।’