Logo
Logo
×

আন্তর্জাতিক

জেলেনস্কির শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ০৬:৫৪ পিএম

জেলেনস্কির শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪

ইউক্রেনের নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রাইভি রিগ শহরে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শহরটিতে বেড়ে উঠেছেন। এ হামলায় অন্তত চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। খবর বিবিসির। 

নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর সের্গেই লিসাক বলেন, রাতে ক্ষেপণাস্ত্র হামলায় ক্রাইভি রিগে চার জন নিহত হয়েছেন। তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

এ ঘটনায় জেলেনস্কি বলেছেন, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হোটেলে আঘাত হেনেছে। হামলার ঠিক আগে ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাগরিকসহ একটি মানবাধিকার সংস্থার স্বেচ্ছাসেবকরা ওই হোটেলে চেক ইন করেছিলেন। সময়মতো ঘর থেকে নেমে আসতে পেরেই প্রাণে বেঁচে গেছেন তারা।

ওই হোটেলটির ধ্বংসস্তূপের নিচ থেকে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। 

এ ছাড়াও রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ওই হোটেলের পাশাপাশি ১৪টি অ্যাপার্টমেন্ট ভবন, একটি ডাকঘর, প্রায় দুই ডজন গাড়ি, একটি সাংস্কৃতিক সংগঠন ও ১২টি দোকান ক্ষতির শিকার হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্মকর্তারা পরে জানান, আরও উত্তরের দিকে সুমি অঞ্চলে একটি সংরক্ষণাগার আক্রান্ত হলে একজন নিরাপত্তা কর্মী নিহত হন।

মূল যুদ্ধক্ষেত্রে থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ক্রাইভি রিগের অবস্থান। যুদ্ধের আগে সেখানে প্রায় ছয় লাখ মানুষ বসবাস করতেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম