Logo
Logo
×

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীর ইস্যুতে জয়শঙ্করকে একহাত নিল পাকিস্তান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ০৫:৫৭ পিএম

জম্মু-কাশ্মীর ইস্যুতে জয়শঙ্করকে একহাত নিল পাকিস্তান

জম্মু-কাশ্মীর নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মন্তব্য প্রত্যাখ্যান করে তার দাবিকে ‘ভ্রান্ত ও ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর ডন ও জিও নিউজের।  

বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রাষ্ট্রদূত শাফকাত আলী খান এ প্রতিক্রিয়া জানিয়েছেন।

শাফকাত আলী খান জয়শঙ্করের মন্তব্যকে প্রত্যাখ্যান করে বলেছেন, ভারতের দাবি বিভ্রান্তিকর এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থি।

তিনি দৃঢ়ভাবে বলেন, জম্মু ও কাশ্মীর আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বিতর্কিত অঞ্চল এবং জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের প্রস্তাব অনুসারে, জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোটের মাধ্যমে এর চূড়ান্ত অবস্থা নির্ধারণ করতে হবে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেন, আজাদ কাশ্মীরের উপর ভারতের দাবির কোনও আইনি ভিত্তি নেই এবং কোনো নির্বাচনের মাধ্যমে ভারত কাশ্মীরিদের নিয়ন্ত্রণের অধিকার রাখে না। 

এর আগে ব্রিটেনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক থিঙ্কট্যাংক সংস্থা চ্যাথাম হাউসকে বুধবার একটি সাক্ষাৎকার দিয়েছেন জয়শঙ্কর। সেখান কাশ্মীর ইস্যু সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ ইস্যুতে আমরা ধাপে ধাপে এগোচ্ছি এবং আমি মনে করি, ইতোমধ্যে অনেকাংশে আমরা এটিকে গুছিয়ে এনেছি। প্রথম ধাপে আমরা (সংবিধানের) ৩৭০ নম্বর ধারা বাতিল করেছি, দ্বিতীয় ধাপে জম্মু-কাশ্মীরের উন্নয়ন ও অর্থনৈতিক কার্যকলাপকে গতিশীল করা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার দিকে মনোযোগ দিয়েছি, তৃতীয় ধাপে আমরা সেখানে বিধানসভা নির্বাচন দিয়েছি এবং সেই নির্বাচনে প্রচুর ভোটার ভোট দিয়েছেন।

তিনি আরও বলেন, এখন আমাদের সামনে আছে চতুর্থ ধাপ। এই ধাপে আমাদের লক্ষ্য হলো জম্মু-কাশ্মিরের চুরি হওয়া অংশ উদ্ধার করা। আরও স্পষ্টভাবে বললে, জম্মু-কাশ্মিরের যে অংশটি পাকিস্তান অবৈধভাবে দখল করে রেখেছে, সেটিকে ভারতের মানচিত্রভুক্ত করা। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, যদি এ লক্ষ্য আমরা সফলভাবে অর্জন করতে পারি, সেই ক্ষেত্রে কাশ্মীর ইস্যু নামে আর কোনো সংকট থাকবে না। এটিই এ সংকটের চূড়ান্ত সমাধান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম