Logo
Logo
×

আন্তর্জাতিক

মস্কো যাচ্ছেন পররাষ্ট্র সচিব

ট্রাম্পের রুশ প্রীতিতে লাভ খুঁজছে ভারত

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০১:০৯ পিএম

ট্রাম্পের রুশ প্রীতিতে লাভ খুঁজছে ভারত

আগামী ৭ মার্চ রাশিয়া সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এ সফরে রুশ পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারেন তিনি।   

এছাড়াও তার একদিনের সফরে রাশিয়ার অন্যান্য শীর্ষ নেতৃত্বের সঙ্গেও বৈঠক করতে পারেন ভারতের পররাষ্ট্র সচিব।

সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এই সফরে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বিশেষ করে দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরও ভারসাম্যপূর্ণ করার জন্য ভারতীয় রপ্তানি বৃদ্ধির বিষয়ে আলোচনা হতে পারে। এর পাশাপশি অতিরিক্ত পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে ভারতে রাশিয়ার জ্বালানি সরবরাহ বজায় রাখা নিয়েও কথা হতে পারে। 

এছাড়া ইউক্রেন পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে এই সফরে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের অবস্থান বদলের ফলে ইউক্রেন ইস্যুটি কোন দিকে মোড় নিতে পারে, সেদিকে নজর থাকছে ভারতেরও।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, জো বাইডেনের আমলে ভারত-রাশিয়া সম্পর্কে অনেক বাধা বিপত্তি তৈরির চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র। রাশিয়া থেকে ভারতের তেল কেনার ওপর মৌখিক আপত্তি জানিয়েছিল ওয়াশিংটন। 

রাশিয়া থেকে এস-৪০০ মিসাইল কেনার জন্যে ভারতের ওপর নিষেধাজ্ঞার বার্তা দিয়ে রেখেছিল যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধের আবহে জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোটদানের জন্যেও ভারতের কাছে প্রাথমিকভাবে আবেদন জানিয়েছিল পশ্চিমা দেশগুলো। তবে এই সব চাপের মুখেও ভারত অটল থেকেছে।

এদিকে ওয়াশিংটনে পালা বদলের পর থেকে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সম্পর্কে বদল এসেছে। সাম্প্রতিককালে ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে ট্রাম্প যেন রাশিয়ারই পক্ষ নিচ্ছেন। 

এই আবহে ভারত আশা করছে, রাশিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্রের নাক গলানো কিছুটা হলেও কমবে। যা ‘সুখবর’ হিসেবেই দেখছে ভারত। এদিকে রাশিয়ার সঙ্গে বাণিজ্যও বাড়াতে চাইছে ভারত। এমন পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এবার মস্কো সফরে যাচ্ছেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম