Logo
Logo
×

আন্তর্জাতিক

বাংলাদেশিসহ ১০ অবৈধ অভিবাসীকে গুয়ানতানামো বেতে পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০২:০৮ পিএম

বাংলাদেশিসহ ১০ অবৈধ অভিবাসীকে গুয়ানতানামো বেতে পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে গ্রেফতার হওয়া বাংলাদেশিসহ ১০ অবৈধ অভিবাসীকে কিউবার গুয়ান্তানামো বেতে স্থানান্তর করা হতে পারে। তবে এর তীব্র বিরোধিতা করে গত শনিবার আদালতে মামলা করেছে দেশটির মানবাধিকার বিষয়ক একটি সংগঠন। যার নাম আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ)। এই সংগঠনসহ একাধিক অ্যাডভোকেসি প্রুপ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলাটি করেছে। 

কেননা গুয়ান্তানামো বে কারাগারটি কুখ্যাত কারাগার হিসেবে পরিচিত। সেখানে আটক ব্যক্তিদের আত্মহত্যার প্রবণতা রয়েছে। তাই গ্রেফতার হওয়া অভিবাসীদের ওই কারাগারে পাঠানো ঠেকাতে জোরালো অবস্থান নিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। 

এ খবর দিয়ে এনবিসি নিউজ বলছে, আদালতে জমা নথিতে ১০ জন অভিবাসীর কথা উল্লেখ করেছে এসিএলইউ। তাদের মধ্যে বাংলাদেশসহ এশিয়ার আরও কয়েকটি দেশের নাগরিক রয়েছেন। 

আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিকও রয়েছেন। এছাড়া ওই নথিতে ভেনেজুয়েলার অভিবাসী নাগরিকেরও নাম রয়েছে।

যুক্তরাষ্ট্রের অভিবাসন হেফাজতে থাকা ওই ১০ ব্যক্তিকে কিউবাতে আমেরিকান আটক শিবিরে স্থানান্তরিত করা হতে পারে বলে আশঙ্কা করছে মানবাধিকার সংস্থাগুলো। তারা এর তীব্র বিরোধীতা করেছে। দায়ের করা মামলায় বলা হয়েছে, অভিবাসীদের এভাবে গুয়ান্তানামো বেতে পাঠানো মার্কিন সংবিধানের লংঘন। তারা ওয়াশিংটন ডিসির একটি ফেডারেল আদালতের কাছে এর প্রতিকার চেয়েছে। 

ক্ষমতায় আসার আগেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর নীতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ক্ষমতায় বসেই ফেব্রুয়ারির শুরুর দিক থেকেই গুয়ানতানামো বেতে অবস্থিত মার্কিন নৌঘাঁটির বন্দিশিবিরে অবৈধ অভিবাসীদের পাঠানো শুরু করে ট্রম্প প্রশাসন। সন্ত্রাস বা মাদক দমনে গুয়ানতানামো বেতে আটক রাখা হয়। মূলত বিদেশি অপরাধীদের সেখানে আটকে রাখা হয়। তবে ওই ১০ অভিবাসীর কেউ কোনো সন্ত্রাসী দলের সদস্য বা অপরাধী নন। 

মামলার এজহারে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মাটিতে অভিবাসীদের আটকে রাখা বা তাদের নিজ দেশে অথবা অন্য কোনো আইনি ব্যবস্থার জন্য এ চ্যালেঞ্জ করেনি মানবাধিকার সংস্থাগুলো, বরং তারা গুয়ান্তানামোতে অভিবাসীদের স্থানান্তর এবং আটকে রাখার ট্রাম্প প্রশাসনের অভূতপূর্ব এবং বেআইনি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম