Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতে ১৩ বাংলাদেশি নাগরিক গ্রেফতার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০৮:০৩ পিএম

ভারতে ১৩ বাংলাদেশি নাগরিক গ্রেফতার

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের ত্রিপুরা ও মেঘালয় থেকে অন্তত ১৩ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই বাংলাদেশিদের গ্রেফতার করেছে বলে সোমবার দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ত্রিপুরার গোমতি জেলার নতুনবাজার এলাকার উপজাতি অধ্যুষিত ধনিয়াবাড়িতে অভিযান চালায় বিএসএফ। এ সময় অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টার সময় চারজনকে গ্রেফতার করা হয়।

বিএসএফের একজন কর্মকর্তা বলেছেন, গ্রেফতারকৃতদের মধ্যে দু’জন ত্রিপুরার গোমতি জেলার নতুন বাজার এলাকার বাসিন্দা। এছাড়া বাকি দু’জনের বাড়ি বাংলাদেশের খাগড়াছড়ি জেলায়। পরে নতুনবাজারে পৃথক অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে বিএসএফের আরেকটি দল। তাদের মধ্যে দু’জন বাংলাদেশি নাগরিক। এই ঘটনায় তদন্ত চলমান বলে জানিয়েছেন তিনি।

পিটিআইয়ের অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, আরেক রাজ্য মেঘালয়ের আন্তর্জাতিক সীমান্তে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করেছে বিএসএফ। তাদের মধ্যে ৯ জন বাংলাদেশি নাগরিক।

সোমবার বিএসএফের এক কর্মকর্তা বলেছেন, মেঘালয় সীমান্তে গত দুই সপ্তাহে অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২ কোটি রুপিরও বেশি মূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়। গ্রেফতারকৃত বাংলাদেশিদের কাছে ভারতে প্রবেশের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

এক বিবৃতিতে বিএসএফের একজন মুখপাত্র বলেছেন, মেঘালয়ের আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় ও অবৈধ কার্যক্রম ঠেকাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বিএসএফ। গত দুই সপ্তাহে এই সীমান্ত থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ভারতীয় দুই দালাল রয়েছেন। বাকি ৯ জন বাংলাদেশি নাগরিক। গ্রেফতারকৃতরা আন্তঃসীমান্ত চোরাচালানের সঙ্গে জড়িত।

একই সময়ে ২ কোটি ১৩ লাখ রুপি মূল্যের অবৈধ মাদক ও অন্যান্য চোরাচালান পণ্যও জব্দ করা হয়েছে বলে বিএসএফের বিবৃতিতে জানানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম