Logo
Logo
×

আন্তর্জাতিক

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০৪:১৩ পিএম

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু

মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল সাবরির ৪ সহকারীর কাছ থেকে ১৭০ মিলিয়ন রিঙ্গিত ও ১৬ কেজি স্বর্ণবার জব্দ করেছে। এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে তদন্তও শুরু হয়েছে।

সোমবার (৩ মার্চ) দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম এমএসিসির এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।  

তদন্তে সাবরির প্রধানমন্ত্রীকালে প্রচার ও জনসংযোগের জন্য বরাদ্দ তহবিল এবং ব্যয়ের কাজে ব্যবহৃত বিষয়টি খতিয়ে দেখা হবে। মালয়েশিয়ার দুর্নীতি দমন আইনের ২০০৯ এবং অর্থপাচার, সন্ত্রাসী অর্থায়ন ও অবৈধ সম্পদের আইন ২০০১ এর অধীনে পরিচালিত হবে।

মালয় মেইল তাদের এক সংবাদে জানিয়েছে , ২০২৪ সালের ১১ ডিসেম্বর, এমএসিসি সাবরিরকে তার সম্পদের ঘোষণা দিতে বলেছিল এবং তিনি ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে তার সম্পদ ঘোষণা করেন। নতুন তথ্যের ভিত্তিতে, এমএসিসি সাবরির সাবেক ৪ শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করেছে। 

তাদের বাসভবন এবং আরও ৩ স্থানে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ার বিভিন্ন মুদ্রায় প্রায় ১৭০ মিলিয়ন রিঙ্গিত নগদ জব্দ করেছে, যার মধ্যে বাহাত, রিয়াল, পাউন্ড স্টার্লিং, ওন, ইউরো, সুইস ফ্রাঙ্ক এবং ইউয়ানও রয়েছে। এছাড়াও, ১৬ কেজি বিশুদ্ধ স্বর্ণবার উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৭ মিলিয়ন রিঙ্গিত।

দেশটির সরকারি নিউজ এজেন্সি বারনামা জানিয়েছে, সাবরিকে ১৯ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তদন্তকারীরা প্রয়োজনে তাকে আবার তলব করতে পারে। এছাড়া, তদন্তের জন্য প্রায় ১০ জন সাক্ষীকে ডাকা হতে পারে। এমএসিসি নিশ্চিত করেছে যে, এই তদন্ত সম্পূর্ণ স্বাধীন ও পেশাদারভাবে পরিচালিত এবং আইনের পূর্ণ অনুসরণ করে করা হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম