Logo
Logo
×

আন্তর্জাতিক

রমজানের দ্বিতীয় দিনেও ইসরাইলি হামলা, হতাহত ১০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৮:২১ পিএম

রমজানের দ্বিতীয় দিনেও ইসরাইলি হামলা, হতাহত ১০

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার রমজানের দ্বিতীয় দিনে ইসরাইলি হামলায় ৪ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। এটি এমন এক সময় ঘটল, যখন অঞ্চলটিতে প্রথম দফার নাজুক যুদ্ধবিরতি শেষ হয়েছে।

এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘এদিন সকাল থেকে ইসরাইলি হামলায় চারজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। যাদেরকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে’।

উপত্যকাটিতে যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হওয়ার পর এই সহিংসতা আবার শুরু হলো। যা গাজায় নতুন করে উত্তেজনা বাড়ানোর আশঙ্কা সৃষ্টি করেছে।

মন্ত্রণালয়টি জানিয়েছে, এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান হামলায় এখন পর্যন্ত ৪৫,৮৮৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১,০৯,১৯৬ জন আহত হয়েছেন। 

এছাড়া গাজার প্রায় ৬০ শতাংশ ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং প্রায় ২০ লাখ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। 

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

গাজায় চলমান সংঘর্ষে প্রতিদিনই হতাহতের সংখ্যা বাড়ছে, যা মানবিক সংকটকে আরও গভীর করছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপ এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা এই সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা গাজায় চলমান মানবিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা অবিলম্বে সংঘর্ষ বন্ধ করে মানবিক সহায়তা পৌঁছানোর আহ্বান জানিয়েছে। সূত্র: এএফপি

ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম