Logo
Logo
×

আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করার সামর্থ্য আছে ইরানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৩:৩৪ পিএম

মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করার সামর্থ্য আছে ইরানের

পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়ানোর অভিযোগ এনে মধ্যপ্রাচ্যের মুসলিম প্রধান দেশ ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি রেখেছে ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্র। তবে সেই নিষেধাজ্ঞা বাতিল করার সামর্থ্য আছে ইরানের বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

শনিবার তেহরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, পেজেশকিয়ান জাতীয় ঐক্য, প্রতিবেশীদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা এবং আন্তর্জাতিক চুক্তির শোষণকে এমন উপাদান হিসাবে বর্ণনা করেছেন যা ইরানকে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে এবং নিষেধাজ্ঞাগুলোকে নিরপেক্ষ করতে সহায়তা করবে।

ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন (EAEU), ব্রিকস (BRICS) এবং সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) মতো আঞ্চলিক সংস্থাগুলির সঙ্গে কার্যকর এবং একত্রিত হয়ে আঞ্চলিক দেশগুলির সঙ্গে বাণিজ্য সম্পর্ক গড়ে তোলার কথা জানিয়েছেন পেজেশকিয়ান। যা মার্কিন নিষেধাজ্ঞাগুলিকে অকার্যকর করে তুলতে কাজ করবে বলে জানান তিনি।

পেজেশকিয়ান বলেন, আমরা এই চ্যালেঞ্জগুলি মোকাবিলা করব। সফরের সময় বিষয়গুলো আমরা সম্মান ও শক্তির সঙ্গে মোকাবিলা করব।

অর্থনৈতিক সমস্যা এবং শক্তির ভারসাম্যহীনতা মোকাবেলায় প্রশাসনকে সমর্থন করার জন্য আইন প্রণেতা এবং নাগরিকদের প্রতিও আহ্বান জানিয়েছেন পেজেশকিয়ান।

তিনি বলেন, ‘আমরা যদি একত্রিত হই, তাহলে আমরা আমাদের দেশের প্রযোজক, শিল্পপতি, ব্যবস্থাপক এবং প্রতিভাবান ব্যক্তিদের পাশাপাশি সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় শর্ত তৈরি করতে পারি।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম