Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেনে রাতারাতি ১৫৪ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ২

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ০৫:২৮ পিএম

ইউক্রেনে রাতারাতি ১৫৪ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ২

ইউক্রেনে গতকাল রাতে ১৫৪টি ড্রোন হামলা করেছে রাশিয়া। সবচেয়ে বেশি আঘাত হানা হয়েছে খারকিভের বিভিন্ন এলাকায়। এতে খারকিভ এবং ওডেসার দুজন নাগরিক নিহত হয়েছেন। বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহতও হয়েছেন। খবর আল-জাজিরার। 

ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, হামলায় খারকিভের অন্তত চার স্থানে আগুন ধরে গেছে। আবাসিক এলাকা, দোকান, শপিং সেন্টার ও গ্যাস স্টেশন ধ্বংস হয়েছে। 

খারকিভে তিনতলা একটি হাসপাতালে হামলার ফলে ভবনটি ধসে গেছে। ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৬ নারী ও শিশুসহ মোট ৬৩ জনকে উদ্ধার করা হয়েছে। 

এদিকে ওই হামলায় ওডেসায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। ওই অঞ্চলেও হামলার ফলে গাড়ি, ট্রাক ও বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  

কিয়েভ কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার হামলাকৃত ১৫৪ ড্রোনের মধ্যে ১০৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। আর ৫১ টি নির্দিষ্ট লক্ষ্যস্থানে পৌঁছায়নি।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম