Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান ম্যাচ

স্লোগান দেওয়ায় গুঁড়িয়ে দেওয়া হল মুসলিম ব্যবসায়ীর দোকান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ০২:৪৪ পিএম

স্লোগান দেওয়ায় গুঁড়িয়ে দেওয়া হল মুসলিম ব্যবসায়ীর দোকান

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, টানটান লড়াইয়ের আভাস।মাঠের পাশাপাশি অনেক সময় এ লড়াই সমাজেও গড়ায়। তেমনই এক ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রে। 

গত রোববার ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন ‘দেশ বিরোধী স্লোগান’ দেওয়ার অভিযোগে এক মুসলিমের দোকান ভাঙা হয়েছে। ইতোমধ্যে বুলডোজার দিয়ে ভাঙা দোকানের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ চলাকালীন মহারাষ্ট্রের সিন্ধুদুর্গের মালভানে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠে মুসলিম ব্যবসায়ীর বিরুদ্ধে। সামনে আসে। ম্যাচ চলাকালীন রোহিত শর্মা আউট হয়ে গেলে ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে চিৎকার করে ওঠেন তিনি। 

এরপর তার সঙ্গে প্রতিবেশীরা উতপ্ত বাকবিতণ্ডার মধ্যে জড়িয়ে যান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠলে ঘটনাস্থলে পুলিশ এসে দুজনকে আটক করে নিয়ে যায়।  

ঘটনা সামনে আসতেই সিন্ধুদুর্গের বিধায়ক নীলেশ রানে ক্ষুব্ধ হয়ে মালভানের পৌরসভাকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ তুলে পরে দোকানটি বুলডোজার চালিয়েছে ভেঙে দেওয়া হয়। পুলিশ প্রশাসনের উপস্থিতিতে মালভানের পৌরসভা কাজটি সম্পন্ন করে।

এরপর সেই ছবি শিবসেনা নেতা নীলেশ রানে এক্স অ্যাকাউন্টে পোস্ট করে খেলেন, ‘মালভানে একজন বহিরাগত মুসলিম ব্যবসায়ী কাল ভারত-পাকিস্তান ম্যাচের পর দেশ বিরোধী স্লোগান দিয়েছিলেন। এর প্রতিবাদে আমরা তাকে জেলার বাইরে পাঠিয়ে দেবো। তার আগে আমরা ব্যক্তিটির ব্যবসা ধ্বংস করে দিয়েছি। মালভানের পৌরসভা এবং পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের ধন্যবাদ জানাই।’ 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম