Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলের কাছে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ০৮:৪৯ এএম

ইসরাইলের কাছে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

ইসরাইলের কাছে প্রায় তিন বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।এর মধ্যে হাজার হাজার বোমা এবং ২৯৫ মিলিয়ন ডলার মূল্যের সাঁজোয়া বুলডোজার রয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতর এ তথ্য জানিয়েছে কংগ্রেসকে। 

শনিবার (১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল।

পররাষ্ট্র দপ্তরের মতে, তিনটি পৃথক বিক্রয়ের প্রস্তাব অনুমোদনের জন্য কংগ্রেসে পাঠানো হয়েছে।  এর মধ্যে একটি ২.০৪ বিলিয়ন ডলারের ৩৫,৫২৯ এমকে ৮৪, বিএলইউ-১১৭ ভারি বোমা এবং ৪ হাজার আই-২০০০ পেনিট্রেটর ওয়ারহেডের জন্য। এগুলো আগামী বছর সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে। 

দ্বিতীয়টি ৬৭৫.৭ মিলিয়ন ডলারে ২০১ এমকে৮৩,১০০০ পাউন্ড বোমা, ৪,৭৯৯ ব্লু ১১০এ/বি ১,০০০ পাউন্ড বোমা এবং ৫ হাজার জেডিএএম নির্দেশিকা কিটের জন্য।  এটি ২০২৮ সালে দেওয়া হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। 

তৃতীয়টির আনুমানিক মূল্য ২৯৫ মিলিয়ন ডলার। এরমধ্যে ডি৯ ক্যাটারপিলার বুলডোজার এবং সংশ্লিষ্ট সরঞ্জাম। ইসরাইলি সেনাবাহিনী যে বুলডোজার ব্যবহার করে, তার সরবরাহ ২০২৭ সালে শুরু হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে নভেম্বরে এক প্রতিবেদনে বলা হয়েছিল, গাজা উপত্যকায় ঘরবাড়ি ধ্বংস করার জন্য বাইডেন প্রশাসন ডি৯ বুলডোজার বিক্রি স্থগিত রেখেছে। তবে সেসময় আইডিএফ দাবি করেছিল, হামাস এই বুলডোজার ব্যবহার করে। 

মার্কিন প্রতিরক্ষা সুরক্ষা সহযোগিতা সংস্থা এক বিবৃতিতে বলেছে, ‘প্রস্তাবিত বিক্রয় ‘বর্তমান এবং ভবিষ্যতের হুমকি’ মোকাবিলায় ইসরাইলের ক্ষমতা উন্নত করে, প্রতিরক্ষা জোরদার করবে এবং আঞ্চলিক হুমকির প্রতি প্রতিরোধক হিসেবে কাজ করবে। ’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম