Logo
Logo
×

আন্তর্জাতিক

রমজান উপলক্ষে ১২৯৫ বিদেশি বন্দিকে মুক্তি দিল আরব আমিরাত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৮ পিএম

রমজান উপলক্ষে ১২৯৫ বিদেশি বন্দিকে মুক্তি দিল আরব আমিরাত

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন দেশের ১ হাজার ২৯৫ জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এ ছাড়া রমজানের শুভেচ্ছা স্মারক হিসেবে বন্দিদের যেকোনো ধরনের ঋণ পরিশোধে সহায়তার নির্দেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে গালফ নিউজ জানিয়েছে, শেখ মোহাম্মদ বিভিন্ন অপরাধের জন্য কারাদণ্ডে দণ্ডিত বন্দিদের ওপর আরোপিত সমস্ত জরিমানা এবং সাজা মাফ করবেন।

প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি চান যারা মুক্তি পাবেন তারা যেন নতুন জীবন শুরু করতে পারেন। তাদের পরিবার যে দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটি থেকে পরিত্রাণ পাবে।

আমিরাতে প্রায়ই বিভিন্ন উপলক্ষ এবং ধর্মীয় বিশেষ দিনে বন্দিদের মুক্তির নির্দেশ দেওয়া হয়।

গত বছর রমজান মাসকে সামনে রেখে ৭৩৫ জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছিলেন আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম