Logo
Logo
×

আন্তর্জাতিক

২৯ মাদকপাচারকারীকে আমেরিকার কাছে হস্তান্তর করবে মেক্সিকো

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০২ পিএম

২৯ মাদকপাচারকারীকে আমেরিকার কাছে হস্তান্তর করবে মেক্সিকো

মেক্সিকোতে থাকা ২৯ জন মাদকপাচারকারীকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। তারা সবাই মেক্সিকোর জেলে বন্দি এবং সেখানেই তাদের বিচার চলছে। দীর্ঘদিন ধরে এই মাদকপাচারকারীদের নিজেদের হেফাজতে নিতে চেয়েছে যুক্তরাষ্ট্র।

মেক্সিকোর সংবাদমাধ্যম জানিয়েছে, যে ২৯ জন মাদকপাচারকারীকে ফেরত দেওয়া হবে তাদের নাম উল্লেখ করা হয়নি। 

তবে মনে করা হচ্ছে, বেশ কয়েকজন হেভিওয়েট পাচারকারীকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে। এর মধ্যে ৭২ বছরের রাফায়েল কারো কুইতেরো থাকতে পারে। মার্কিন ডিইএ এজেন্ট এনরিকে কিকি কামারেনাকে হত্যার সঙ্গে যুক্ত এই কুইতেরো। এনরিকে আন্ডারকভার এজেন্ট হিসেবে কুইতেরোর গতিবিধির ওপর নজর রেখেছিলেন।

ওমার এবং মিগুয়েল অ্যাঞ্জেল ত্রেভিনো মোরালেসকেও যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। এই দুই মাদকপাচারকারীও গুরুত্বপূর্ণ নাম বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের দপ্তর এবং নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় যৌথ বিবৃতিতে জানিয়েছে, মার্কিন বিচার বিভাগ এই মাদকপাচারকারীদের নিজেদের হেফাজতে চেয়েছিল। সে কারণেই ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পরেই ফের মেক্সিকো নিয়ে কঠিন সিদ্ধান্ত নেয় দেশটি। মেক্সিকোর বেআইনী অভিবাসীদের দেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছিল। 

একইসঙ্গে ট্রাম্পের সরকার ঘোষণা করেছিল যে, আগামী ৪ মার্চ থেকে সমস্ত মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে। মেক্সিকোর এই পদক্ষেপের পর ট্রাম্প প্রশাসন এই শুল্কের বিষয়টি পুনর্বিবেচনা করবে বলেই মনে করা হচ্ছে। 

মূলত, শুক্রবারই মেক্সিকোর গুরুত্বপূর্ণ প্রশাসনের একটি টিম যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। সেখানে এবিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। যদিও যুক্তরাষ্ট্রের তরফ থেকে এখনো এবিষয়ে কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম