Logo
Logo
×

আন্তর্জাতিক

কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা অভিযোগ ভারতের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১২ পিএম

কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা অভিযোগ ভারতের

ছবি: সংগৃহীত

জম্মু ও কাশ্মীরে ভারতের অবৈধ দখল নিয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৫৮তম অধিবেশনের উচ্চ পর্যায়ে একটি ভাষণে অভিযোগ করেছেন পাকিস্তানের আইনমন্ত্রী আজম নাজির তারার। আর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি কে ত্যাগী। 

জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের পাকিস্তানের দাবি নিয়ে ত্যাগীর মন্তব্য, পাক সেনার নির্দেশে মিথ্যা দাবি করছেন পাকিস্তানের নেতারা।

পাকিস্তানের ভাষণ নিয়ে ত্যাগী বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক যে, এমন একটি ব্যর্থ দেশের জন্য বৈঠকের সময় নষ্ট হচ্ছে। ওরা তো আন্তর্জাতিক সাহায্য নিয়ে বেঁচে রয়েছে।’

পাকিস্তান নিয়ে ত্যাগী আরও বলেন, ‘এমন একটি দেশ, যেখানে মানবাধিকার লঙ্ঘিত হয়, সংখ্যালঘুদের ওপর অত্যাচার চালানো হয় এবং রাষ্ট্রপুঞ্জের দ্বারা নিষিদ্ধ সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া হয়। অন্য কাউকে জ্ঞান দেওয়ার কোনও জায়গা পাকিস্তানের নেই।’

এছাড়াও জাতিসংঘে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ বলেও জোর দাবি জানান ত্যাগী। এর বাইরে গত কয়েক বছরে জম্মু ও কাশ্মীরে অভূতপূর্ব রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক উন্নতি হয়েছে বলে দাবি করেন ত্যাগী।

পাকিস্তানের দিকে পাল্টা অভিযোগের আঙুল তুলে ত্যাগী বলেন, কয়েক দশক ধরে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদে বিধ্বস্ত জম্মু ও কাশ্মীরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে তার সরকার বদ্ধপরিকর।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম