Logo
Logo
×

আন্তর্জাতিক

ইতালিতে বড় ধরনের বিনিয়োগ করছে আমিরাত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৯ এএম

ইতালিতে বড় ধরনের বিনিয়োগ করছে আমিরাত

আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ছবি: সংগৃহীত

ইতালিতে ৪০ বিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্রমবর্ধমান প্রবৃদ্ধির মধ্যে এ ঘোষণা দিল আবুধাবি। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। 

তুর্কি বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম অনুসারে, ইতালিতে রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে রোমে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যে এক বৈঠকে এই ঘোষণা করা হয়।

শেখ মোহাম্মদ বলেন, ২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাত এবং ইতালির মধ্যে তেল-বহির্ভূত বাণিজ্য ১৪.১ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা ২০২৩ সালের তুলনায় ২১.২ শতাংশ বেশি।

তিনি বলেন, দুই দেশের মধ্যে যৌথ সহযোগিতা জোরদার করে বাণিজ্যের প্রবৃদ্ধি অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ‘আমরা ইতালিতে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগের জন্য অপেক্ষা করছি, যার মূল্য ৪০ বিলিয়ন ডলার, যা আমাদের দুই দেশ এবং আমাদের জনগণের উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রাখবে। ’

রোববার (২৩ ফেব্রুয়ারি) আমিরাতের প্রেসিডেন্ট কোনও ঘোষিত এজেন্ডা ছাড়াই ইতালি সফরে আসেন। ২০২২ সালে দায়িত্ব গ্রহণের পর রোমে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের এটি তৃতীয় সফর। অন্যদিকে, ২০২২ সালের অক্টোবরে দায়িত্ব গ্রহণের পর মেলোনিও সংযুক্ত আরব আমিরাতে তিনটি সফর করেছেন। 

রাষ্ট্রীয় সংস্থাটি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ইতালিতে রাষ্ট্রীয় সফর শেষ করে সোমবার (২৪ ফেব্রুয়ারি) রোম ত্যাগ করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম