Logo
Logo
×

আন্তর্জাতিক

আরও ৬ ইসরাইলি জিম্মিকে মুক্তি দিল হামাস

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৭ পিএম

আরও ৬ ইসরাইলি জিম্মিকে মুক্তি দিল হামাস

অবশেষে সম্পন্ন হলো ইসরাইল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির প্রথম পর্যায়ের শেষ ধাপ। এই ধাপে হামাস শনিবার ৬ জন ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে। যার মধ্যে প্রথমে পাঁচজনকে এবং পরে বাকি একজনকে রেড ক্রসের মাধ্যমে ইসরাইলি বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

মার্কিন বার্তা সংস্থা এপি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। 

এতে বলা হয়েছে, শনিবার হামাসের হাতে জিম্মি থাকা ৬ ইসরাইলি মুক্তি পেয়েছে। তারা হলেন- ওমের ওয়েনকার্ট, ওমের শেম তোভ, এলিয়া কোহেন, তাল শোহাম, আভেরা মেংগিস্তু এবং হিসাম আল-সায়েদ।

এছাড়া এদের মুক্তির বিনিময়ে এদিন ৬০০-এর বেশি ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিচ্ছে ইসরাইল। যার মধ্যে ৫০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত।

যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত

হামাস বলেছে, দখলদার ইসরাইল যদি স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহারে সম্মত না হয় তাহলে তারা আর কোনো জিম্মির মুক্তি দেবে না।

অন্যদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসকে সামরিকভাবে পরাজিত করাই তার মূল লক্ষ্য।

এদিকে ট্রাম্প প্রশাসনও গাজা নিয়ে একটি বিতর্কিত পরিকল্পনা প্রস্তাব করেছে, যেখানে ২০ লাখ ফিলিস্তিনিকে সরিয়ে সেখানে মার্কিন মালিকানাধীন অবকাঠামো গড়ার কথা বলা হয়েছে।

এই ত্রিমুখী তৎপরতার মুখে গাজা যুদ্ধবিরতি এখন দারুণ এক অনিশচয়তার মুখে পড়েছে। যদিও 

এই বন্দি বিনিময় যুদ্ধবিরতির ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তবে বর্তমানে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা এখনো বিদ্যমান। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম