Logo
Logo
×

আন্তর্জাতিক

‘ছাবা’ সিনেমা দেখে আবেগে ভাসলেন মোদি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪২ এএম

‘ছাবা’ সিনেমা দেখে আবেগে ভাসলেন মোদি

মারাঠি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজির জ্যেষ্ঠ পুত্র ছত্রপতি সম্ভাজির জীবন কেন্দ্র করে তৈরি হয়েছে ‘ছাবা’ সিনেমা। সম্ভাজির চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল ও সম্ভাজির স্ত্রী মহারানি জেশুবাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। আর অক্ষয় খান্নাকে দেখা গেছে আওরঙ্গজেবের ভূমিকায়। শিবাজি সবন্তের মারাঠি উপন্যাস ‘ছাবা’ অবলম্বনে নির্মিত এ সিনেমায় মোগল বাহিনী কীভাবে সম্ভাজির ওপর অত্যাচার করেছিল, তার বিবরণ তুলে ধরা হয়েছে। 

এ সিনেমায় সম্ভাজিকে সব দুর্গ ও ধনসম্পদ সমর্পণ করে অবশেষে ইসলাম ধর্মগ্রহণ করতে বলেছিলেন আওরঙ্গজেব। কিন্তু তিনি তা করতে অস্বীকার করেন। ফলস্বরূপ তাকে দেওয়া হয়েছিল মৃত্যুদণ্ড।

আর এ মারাঠি ছত্রপতি সম্ভাজিকে নিয়ে তৈরি ‘ছাবা’ সিনেমা নিয়ে উচ্ছ্বসিত দর্শকরা। এই সিনেমা দেখে আবেগে ভাসছেন অনুরাগীরা। এবার এ সিনেমার ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মোদি জানান— 'ছাবা' সিনেমা সারা দেশে ঝড় তুলেছে। চলচ্চিত্র জগতে মহারাষ্ট্র ও মুম্বাইয়ের অবদান নিয়ে বলতে গিয়ে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দিল্লির একটি অনুষ্ঠানে নরেন্দ্র মোদি বলেছিলেন—মুম্বাইসহ সমগ্র মহারাষ্ট্রই মারাঠি ও হিন্দি সিনেমাকে সমৃদ্ধ করেছে। আর আজকাল তো সারা দেশে ‘ছাবা’ আলোড়ন তুলেছে। 

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ‘ছাবা’। শুক্রবার পর্যন্ত এ ছবি বক্স অফিসে ২১৯.৭৫ কোটি টাকার ব্যবসা করেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম