Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্পের গাজা দখলের প্রস্তাবে ‘প্রতিশ্রুতিবদ্ধ’ নেতানিয়াহু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪২ এএম

ট্রাম্পের গাজা দখলের প্রস্তাবে ‘প্রতিশ্রুতিবদ্ধ’ নেতানিয়াহু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা ‘দখল’ ও ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার প্রস্তাবের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘একটি ভিন্ন গাজা তৈরির জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনার প্রতি আমি প্রতিশ্রুতিবদ্ধ। ’

ইসরাইলি প্রধানমন্ত্রী আরও ঘোষণা দেন, ১৫ মাসের যুদ্ধের শেষে হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ কেউই এই উপত্যকাটি পরিচালনা করবে না। 

এর আগে জেরুজালেমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক বৈঠকে গাজার ভবিষ্যত নিয়ে ট্রাম্পের ‘সাহসী দৃষ্টিভঙ্গি’র প্রশংসা করেন নেতানিয়াহু। এর একদিন পরই তিনি এমন মন্তব্য করলেন। 

মানবাধিকার গোষ্ঠীগুলো ট্রাম্প প্রশাসনের গাজা ‘দখল’ এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার প্রচেষ্টাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে, যা জাতিগত নির্মূলের সামিল। 

এদিকে ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন করে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ সোমবার ঘোষণা দিয়েছেন, তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের ‘স্বেচ্ছায় প্রস্থান’র জন্য একটি বিশেষ অধিদপ্তর প্রতিষ্ঠা করবেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন সরকারি মন্ত্রণালয় এবং নিরাপত্তা সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এই অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিচালনা করবে। গাজাবাসীদের প্রস্থান প্রক্রিয়াটি ‘সহজ করার জন্য নিবেদিতপ্রাণ’ থাকবে এই অধিদপ্তর। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই পরিকল্পনায় তৃতীয় দেশে স্বেচ্ছায় অভিবাসন করতে ইচ্ছুক যে কোনো গাজার বাসিন্দা একটি সহায়তা প্যাকেজ পাবেন। যার মধ্যে সমুদ্র, আকাশ এবং স্থলপথে বিশেষ প্রস্থানের ব্যবস্থা রয়েছে। 

সোমবার ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তাদের একটি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম