Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দাম্ভিক বক্তব্য তাদের হিংস্র ও লুটেরা চরিত্রের বহিঃপ্রকাশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪০ পিএম

যুক্তরাষ্ট্রের দাম্ভিক বক্তব্য তাদের হিংস্র ও লুটেরা চরিত্রের বহিঃপ্রকাশ

যুক্তরাষ্ট্রের হুমকিপূর্ণ বক্তব্য এবং বিভিন্ন দেশের কিছু অংশ দখল বা নতুনকরে নামকরণের প্রচেষ্টাকে দাম্ভিক শক্তি ও ইহুদিবাদের জটিল নেটওয়ার্কের ঘৃণ্য, হিংস্র ও লুটেরা চরিত্রের বহিঃপ্রকাশ বলে অভিহিত করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

সোমবার তাবরিজের গণজাগরণ বার্ষিকী উপলক্ষে ইরানের পূর্ব আজারবাইজান থেকে আগত হাজার হাজার মানুষের এক সমাবেশে তিনি এ কথা বলেন। 

খামেনি বলেন, ‘তারা এই বাস্তবতাটি সহ্য করতে পারে না যে, ইরানি জাতি নিজের পায়ে দাঁড়িয়ে এবং শত্রুদের নিপীড়ন ও আগ্রাসনের প্রতিবাদ করে এমন একটি সরকার গঠন করেছে, যা গত ৪৬ বছরে দিন দিন শক্তিশালী হয়ে উঠেছে’।

ইরানি জাতি নিজের জন্য শত্রু তৈরি করে বলে যেসব বিশ্লেষণ তুলে ধরা হচ্ছে, সেগুলোকে ভুল বলে আখ্যায়িত করে তিনি বলেন, ‘অত্যাচারী আমেরিকার নীতিনির্ধারণী সংস্থাগুলোর ইরানবিরোধী তৎপরতা ও শত্রুতার কারণ ‘আমেরিকা নিপাত যাক’- এই স্লোগান নয় বরং এর মূলে রয়েছে এই বাস্তবতা যে, ইরান নিজের জনগণের প্রচেষ্টা এবং ত্যাগের মাধ্যমে উপনিবেশবাদী শক্তির বন্দিদশা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে এবং তাদের আরোপিত চাপের কাছে নতি স্বীকার করেনি’।

ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, বর্তমানে ইরান হার্ড ওয়ারফেয়ার তথা সামরিক হামলার হুমকি মোকাবিলার সক্ষমতার দিক থেকে অত্যন্ত উচ্চ স্তরে রয়েছে।

খামেনি আরও বলেন, ইরানের ইসলামি বিপ্লব আঞ্চলিক দেশগুলোতে এমনকি এই অঞ্চলের বাইরের কিছু জাতির জন্যও একটি বিশাল ও অনুপ্রেরণামূলক ভিত্তি হিসেবে নিজেকে টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, বিশ্বের উপনিবেশবাদীদের ক্রোধের কারণ হলো ইসলামি প্রজাতন্ত্র হিসেবে ইরান টিকে থাকার পাশাপাশি দৃঢ়তার সঙ্গে রুখে দাঁড়াতে পেরেছে এবং তাদেরকে শক্তিশালী মুষ্টি প্রদর্শন করতে সক্ষম হয়েছে।

খামেনি এ সময় সফটওয়্যার হুমকি সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, সফটওয়্যার হুমকির অর্থ জনমতকে মেনিপুলেট করা। শত্রুর বিরুদ্ধে অবিচল থাকার ক্ষেত্রে মতবিরোধ ও সন্দেহ সৃষ্টি করা। শত্রুরা এটা করার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আল্লাহর রহমতে তারা আজ পর্যন্ত সফল হতে পারেনি।

তিনি বর্তমান পরিস্থিতিতে হার্ডওয়্যার প্রতিরক্ষার চেয়ে সফটওয়্যার প্রতিরক্ষাকে বেশি গুরুত্বপূর্ণ বলে হিসেবে তুলে ধরেন। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে খামেনি বলেন, ‘হার্ডওয়্যার প্রতিরক্ষার ঘাটতিগুলো সফটওয়্যার প্রতিরক্ষা দিয়ে পূরণ করা যেতে পারে। কিন্তু হার্ডওয়্যার সরঞ্জাম দিয়ে সফটওয়্যার সমস্যাগুলোর ঘাটতি পূরণ করা সম্ভব নয়’।

ইরানের সর্বোচ্চ নেতা শত্রুদের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে বলেন, তারা চাপিয়ে দিতে অভ্যস্ত। আপনারা শুনবেন যে, আমাদেরকে অমুক জায়গা দাও, অমুক জায়গাকে আমাদের নামে নামকরণ করো। এগুলো তাদের কথা। তবে তাদের কাজ এর চেয়েও অনেক বেশি কুৎসিত ও খারাপ। আমেরিকা ও ইহুদিবাদের জটিল নেটওয়ার্কের নেতৃত্বাধীন উদ্ধত শক্তির একটি বড় অপরাধ হলো তারা বিভিন্ন জাতির সম্পদ লুণ্ঠনকারী। সূত্র: মেহের নিউজ

ঘটনাপ্রবাহ: ইরান ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম