Logo
Logo
×

আন্তর্জাতিক

সৌদিতে ভারি বৃষ্টির পূর্বাভাস, ফের বন্যার আশঙ্কা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২০ পিএম

সৌদিতে ভারি বৃষ্টির পূর্বাভাস, ফের বন্যার আশঙ্কা

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। সেই সঙ্গে এই বৃষ্টিপাত ২০ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলেও উল্লেখ করেছে। 

সংস্থাটি বলছে, আগামী দুই-তিনদিন রাজধানী রিয়াদ, হা’ইল, আল কাশিম, পূর্বাঞ্চলীয় প্রদেশ, দক্ষিণাঞ্চলের সীমান্ত অঞ্চল, মক্কা ও মদিনায় ভারি বৃষ্টিপাত হবে। এর ফলে কিছু কিছু জায়গায় আকস্মিক বন্যাও দেখা দিতে পারে। 

সোমবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়াও মক্কা অঞ্চলে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে এনসিএম। এমনকি বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাসের কারণে কোথাও কোথাও ধূলি ঝড়েরও পূর্বাভাস দিয়েছে।

পাশাপাশি যেসব জায়গায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, সেখানকার মানুষকে সতর্কতা বার্তা মেনে চলার অনুরোধ জানিয়েছে জাতীয় আবহাওয়া কেন্দ্র। এছাড়া যেসব জায়গায় আকস্মিক বন্যা হওয়ার শঙ্কা আছে, সেখানে সতর্কতা অবলম্বন করে গাড়ি চালানোর অনুরোধ জানানো হয়েছে।

এর আগে চলতি বছরের শুরুতে কয়েক দিনের টানা ভারি বর্ষণের জেরে দেশটিতে ভয়াবহ বন্যা দেখা দেয়। ওই বন্যার কারণে পবিত্র দুই শহর মক্কা ও মদিনায় লাল সতর্কতা সংকেত (রেড অ্যালার্ট) জারি করেছিল দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র।

ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্যার বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়। সেসব ছবি-ভিডিওতে দেখা যায়, বন্যার পানির স্রোতে ভেসে যাচ্ছে গাড়ি। এমনকি বিভিন্ন ভবনের নিচতলাও ডুবে যেতে দেখা যায়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম