Logo
Logo
×

আন্তর্জাতিক

পুতিনের বিরুদ্ধে ‘সত্য গোপন’র অভিযোগ নাভালনির স্ত্রীর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০১ পিএম

পুতিনের বিরুদ্ধে ‘সত্য গোপন’র অভিযোগ নাভালনির স্ত্রীর

অ্যালেক্সি নাভালনি ও তার স্ত্রী উলিয়া নাভালনায়া। ছবি: সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে প্রয়াত বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুর ‘সত্যতা গোপন’র অভিযোগ এনেছে তার স্ত্রী ইউলিয়া নাভালনায়া। নাভালনির প্রথম মৃত্যুবার্ষিকীতে তিনি এ অভিযোগ আনলেন।

এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি আর্কটিক জেলে মারা জানা অ্যালেক্সি নাভালনি।  তার মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু বলে জানিয়েছিল কর্তৃপক্ষ।  এ বছর তার মৃত্যুবার্ষিকীতে তার সমর্থকরা মস্কোয় তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। 

এক ভিডিও বার্তায় ইউলিয়া নাভালনায়া বলেছেন, ‘যারা আলেক্সিকে স্মরণ করেন, তার সম্পর্কে কথা বলেন, তার সম্পর্কে লেখেন, তার সমাধিতে আসেন- তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। যারা এই পুরো বছর আমাকে সমর্থন করে আসছেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞ।  আপনাদের চিঠি, দেখা হলে আলিঙ্গন আমাকে ভুলতে দেয় না কেন আলেক্সি এটা করেছিল এবং কেন আমি এটা করছি। যদি এত ভালো মানুষ একদিকে থাকে, তাহলে আমরা জয়ী না হয়ে পারি না। ’

নাভালনায়া বলেন, ‘তার মৃত্যুর এক বছর পরও তিনি (রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন) হত্যাকাণ্ডের সত্যতা লুকানোর, আমাদের মধ্যে সমঝোতা স্থাপনের জন্য আলেক্সির নাম আমাদের স্মৃতি থেকে মুছে ফেলার চেষ্টা করছেন। কিন্তু তিনি সফল হবেন না। ’

ভিডিও বার্তায় তিনি আরও বলেন, ‘আমরা যে যন্ত্রণা অনুভব করছি তা আমাদের আরও শক্তিশালী করে তুলছে এবং এই বছর দেখিয়েছে যে আমরা নিজেদেরকে যতটা ভাবি তার চেয়েও শক্তিশালী। ’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম