Logo
Logo
×

আন্তর্জাতিক

মার্কিন সহায়তা স্থগিতে লাখো এইডস রোগীর মৃত্যু হতে পারে: জাতিসংঘ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১২ পিএম

মার্কিন সহায়তা স্থগিতে লাখো এইডস রোগীর মৃত্যু হতে পারে: জাতিসংঘ

ইউএনএইডসের নির্বাহী পরিচালক উইনি বায়ানাইমা। ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্কিন সহায়তা কার্যক্রম স্থগিতের সিদ্ধান্তের কারণে লাখ লাখ মানুষ এইডস রোগে মারা যেতে পারেন। এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের এইডস রোগ সংক্রান্ত কর্মসূচির প্রধান। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম সরকারি উন্নয়ন সহায়তা প্রদানকারী দেশ। বেশিরভাগ তহবিল মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এর মাধ্যমে পরিচালিত হয়।  দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর তিন মাসের জন্য বিদেশি সহায়তার সিংহভাগ স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। এর ফলে বিশ্বব্যাপী মানবিক সহায়তা প্রদানকারীরা এই পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছেন।

ইউএনএইডসের নির্বাহী পরিচালক উইনি বায়ানাইমা এএফপিকে বলেছেন, ‘অনেক দেশেই এই পরিস্থিতি নাটকীয়। 

তিনি বলেন, ‘এটি স্পষ্ট যে এটি (এইডস ত্রাণ তহবিলের) একটি বড় অংশ। যদি এটি চলে যায়, তাহলে লাখ লাখ মানুষ মারা যাবে। ’

ট্রাম্প প্রশাসনের সহায়তা কার্যক্রম স্থগিত পদক্ষেপের মধ্যে ‘ইমারজেন্সি প্ল্যান ফর এইডস রিলিফ’র কার্যক্রমও ৯০ দিন স্থগিত করা হয়েছিল। 

যদিও তার প্রশাসন পরে এই কর্মসূচির অধীনে ওষুধকে ছাড় দেয়।  

ফাউন্ডেশন ফর এইডস রিসার্চ- এর একটি বিশ্লেষণ অনুসারে, এই কর্মসূচি ২ কোটিরও বেশি এইচআইভি রোগী এবং ২ লাখ ৭০ হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মীকে সহায়তা করে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম