Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলি বাহিনীর মানবঢাল হিসেবে ব্যবহারের পর ফিলিস্তিনি দম্পতিকে হত্যা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৩ এএম

ইসরাইলি বাহিনীর মানবঢাল হিসেবে ব্যবহারের পর ফিলিস্তিনি দম্পতিকে হত্যা

ইসরাইলি বাহিনী গাজায় এক বৃদ্ধ ফিলিস্তিনি ব্যক্তির গলায় বিস্ফোরক বেঁধে তাকে মানবঢাল হিসেবে ব্যবহার করেছে এবং পরে তাকে ও তার স্ত্রীকে হত্যা করেছে বলে একটি তদন্তে উঠে এসেছে। ইসরাইলের নিউজ ওয়েবসাইট হা-মাকোম এই ভয়াবহ ঘটনার বিস্তারিত প্রকাশ করেছে।  

প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ফিলিস্তিনি ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি, তবে তিনি ৮০ বছরের বেশি বয়সি ছিলেন। ইসরাইলি সেনারা তাকে হুমকি দেয় যে, যদি তিনি তাদের নির্দেশ মেনে না চলেন, তবে তারা তার গলায় বাঁধা বিস্ফোরক সক্রিয় করে তাকে হত্যা করবে।  

ঘটনাটি ২০২৩ সালের মে মাসে গাজার জায়তুন এলাকায় ঘটে, যখন ইসরাইলি বাহিনী হামাসের বিরুদ্ধে তৃতীয় দফা স্থল অভিযান পরিচালনা করছিল। ওই সময় নাহাল ব্রিগেড, কারমেলি ব্রিগেড এবং মাল্টিডাইমেনশনাল ইউনিট নামের ইসরায়েলি বাহিনীর তিনটি ইউনিট বৃদ্ধ ফিলিস্তিনি ব্যক্তিকে মানবঢাল হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেয়।  

একজন ইসরাইলি সেনা হা-মাকোমকে বলেন, তার গলায় বিস্ফোরক বেঁধে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল, যদি তিনি কোনো ভুল করেন বা আমাদের নির্দেশ না মানেন, তাহলে পিছনে থাকা সেনা দড়ি টানবে এবং তার মাথা শরীর থেকে আলাদা হয়ে যাবে।  

বৃদ্ধ ব্যক্তিকে আট ঘণ্টা ধরে মানবঢাল হিসেবে ব্যবহার করা হয় এবং তাকে ঘর ও টানেলের ভেতরে পাঠানো হয়, যা হামাস ব্যবহার করতে পারে বলে ধারণা করা হচ্ছিল।  

পরে ইসরাইলি বাহিনী বৃদ্ধ ও তার স্ত্রীকে আল-মাওয়াসি এলাকায় যাওয়ার নির্দেশ দেয়, যেখানে হাজার হাজার ফিলিস্তিনি শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিল। কিন্তু অন্য কোনো সেনা ইউনিটকে এই সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়নি। ফলে, মাত্র ১০০ মিটার যাওয়ার পরই ইসরাইলি বাহিনীর আরেকটি ইউনিট তাদের দু’জনকেই গুলি করে হত্যা করে।  

মসকিটো প্রোটোকল—মানবঢাল তৈরির নিষ্ঠুর কৌশল

হা-মাকোমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরাইলি বাহিনী দীর্ঘদিন ধরে ‘মসকিটো প্রোটোকল’ নামে একটি কৌশল ব্যবহার করছে, যেখানে নিরীহ ফিলিস্তিনিদের ঘরবাড়ি, টানেল এবং অন্যান্য স্থাপনায় পাঠিয়ে ইসরাইলি বাহিনীর সম্ভাব্য ফাঁদ চিহ্নিত করা হয়।  

ইসরাইলের হারেৎজ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, গাজার যুদ্ধ চলাকালে বহুবার নিরীহ ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে।  

২০২৩ সালের ডিসেম্বরে মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে দাবি করা হয়, ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের গলায় বিস্ফোরক বেঁধে তাদের হামাসের অবস্থান চিহ্নিত করতে পাঠায়।  

পরবর্তীতে, শিফা হাসপাতালের চিকিৎসকরা জানান, ইসরাইলি বাহিনী তাদের হাসপাতালের ভেতরে ঢুকে মানবঢাল হিসেবে ব্যবহার করে এবং সেখানে তল্লাশি চালায়।  

মানবাধিকার সংস্থাগুলো বলছে, ইসরাইলের এই ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের শামিল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম