Logo
Logo
×

আন্তর্জাতিক

১৭৩ পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে ১১ দেশ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৬ পিএম

১৭৩ পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে ১১ দেশ

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ওমান, সাইপ্রাস, যুক্তরাজ্যসহ ১১টি দেশ থেকে ১৭৩ পাকিস্তানিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে ২৪ জনকে করাচিতে গ্রেফতার করা হয়েছে।  

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, অপরাধ ও বিভিন্ন আইন বহির্ভূত কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত ৪৮ ঘণ্টায় তাদের দেশে পাঠানো হয়েছে। 

এদের মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক ফেরত এসেছেন সৌদি আরব থেকে।ফেরত পাঠানো ওই ৯৪ পাকিস্তানির বিরুদ্ধে ভিক্ষা করা, মাদক চোরাচালান ও বিক্রি, অবৈধভাবে বসবাস, কোনো স্পনসর বা পৃষ্ঠপোষক ছাড়া কাজ করা, কর্মস্থল থেকে পালানো এবং চাকরিতে নিয়োগ চুক্তির শর্তভঙ্গের অভিযোগ রয়েছে। 

গত ৪৮ ঘণ্টায় এই ৯৪ জনকে ফেরত পাঠিয়েছে সৌদি।

এ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মধ্যপ্রাচ্যের অপর দেশ সংযুক্ত আরব আমিরাত থেকে আসা পাকিস্তানিরা। অভিবাসন আইন লঙ্ঘন এবং বিভিন্ন অপরাধমূলক তৎপরতার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত ৪৮ ঘণ্টায় ৩৯ জন পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে আমিরাত।

এদের বাইরে মানবপাচারে সংশ্লিষ্টতার অভিযোগে ওমান ৩ জন, ইরাক ৯ জন, ইন্দোনেশিয়া ৪ জন, মৌরিতানিয়া থেকে ৫ জন, যুক্তরাজ্য ১ জন, সাইপ্রাস ১ জন, থাইল্যান্ড ১ জন পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে।

জিও নিউজ জানিয়েছে, ভিসা এবং ভ্রমণ বিষয়ক তথ্যে গরমিল থাকায় গত ৪৮ ঘণ্টায় ৫৯ জন পাকিস্তানি যাত্রীকে ফ্লাইট থেকে নামিয়ে দিয়েছে সৌদি আরব, কম্পোডিয়া, মিসর, বাহরাইন, কাতার, মালাউইসহ ২১টি দেশ। এই যাত্রীদের মধ্যে ২১ জন ওমরাহ যাত্রী রয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম