Logo
Logo
×

আন্তর্জাতিক

ফিলিস্তিনি বন্দিদের ফিরে পেয়ে রামাল্লায় খুশির জোয়ার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫২ পিএম

ফিলিস্তিনি বন্দিদের ফিরে পেয়ে রামাল্লায় খুশির জোয়ার

ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দিদের একটি দলকে বহনকারী একটি বাস অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে। 

রামাল্লা থেকে বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক জানিয়েছে, বাসটি রামাল্লায় পৌঁছানোর পর উচ্ছসিত জনতা ফিলিস্তিনি বন্দিদের কাঁধে তুলে নিয়ে উল্লাস করেছে। আত্মীয়রা তাদের আলিঙ্গন করেন।  এরপর তাদেরকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়।  উচ্ছসিত জনতার অনেকেই ফিলিস্তিনি শাসক ফাতাহ দলের হলুদ পতাকা উড়ান। 

তবে আগেরবারের মতো নয়, বন্দীদের এবার তাদের কারাগারের পোশাক নয়, জ্যাকেট পরিহিত অবস্থায় দেখা যায়। 

শনিবার সকালে ইসরাইলি পাবলিক টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে ফিলিস্তিনি বন্দিদের সোয়েটশার্ট পরিহিত অবস্থায় দেখা যায়।  তাদের সোয়েটশার্টে কারাগার পরিষেবার লোগো, স্টার ডেভিড ও ‘আমরা ভুলব না এবং আমরা ক্ষমা করব না’ স্লোগান লেখা ছিল।

ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব অ্যাডভোকেসি গ্রুপ জানিয়েছে, যে সর্বশেষ বন্দি বিনিময়ে ইসরাইল ৪৬৯ জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে।  এর আগে এদিন তিনজন জিম্মিকে মুক্তি দেয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম