Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেন শান্তি আলোচনায় থাকছে না ইউরোপ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৮ পিএম

ইউক্রেন শান্তি আলোচনায় থাকছে না ইউরোপ

ছবি: সংগৃহীত

ইউক্রেন শান্তি আলোচনার টেবিলে ইউরোপের জন্য কোনও আসন থাকছে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন বিষয়ক দূত কিথ কেলগ। কিয়েভের নিরাপত্তার নিশ্চয়তায় তারা কী অবদান রাখতে পারে তা জানতে ইউরোপীয় রাজধানীগুলোতে যুক্তরাষ্ট্রের একটি প্রশ্নপত্র পাঠানোর পর শনিবার (১৫ ফেব্রুয়ারি) কেলগ এ ঘোষণা দিলেন। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। 

ট্রাম্প চলতি সপ্তাহে ইউরোপীয় মিত্রদের সঙ্গে কোনও আলোচনা না করেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করায় এবং অবিলম্বে শান্তি আলোচনা শুরু করার ঘোষণা দিয়ে ইউরোপকে হতবাক করে দেন।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা সম্প্রতি পরিষ্কার করে জানিয়ে দেন, তারা ন্যাটোর ইউরোপীয় মিত্রদের কাছে আশা করে যে তারা ওই অঞ্চলের নিরাপত্তার প্রাথমিক দায়িত্ব গ্রহণ করবে। কারণ যুক্তরাষ্ট্রের এখন সীমান্ত নিরাপত্তা ও চীনকে প্রতিরোধ করার মতো অন্যান্য অগ্রাধিকার আছে।

শান্তি চুক্তি রাশিয়ার প্রতি খুব অনুকূল হয়েছে, বিশেষভাবে এমনটি হলে সেটি ইউরোপের নিরাপত্তাকেও ক্ষতিগ্রস্ত করতে পারে ভেবে শঙ্কিত ইউরোপ।

জার্মানির মিউনিখে বৈশ্বিক এক নিরাপত্তা সম্মেলনে শনিবার কেলগ বলেছেন, ইউক্রেন শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে আর রাশিয়া ও ইউক্রেন প্রধান দুপক্ষ হবে।

আলোচনার টেবিলে ইউরোপীয়দের থাকার সম্ভাবনা নিয়ে প্রশ্নে কেলগ বলেন, ‘আমি বাস্তববাদের একটি স্কুল (থেকে) এসেছি। আমার মনে হয়, এটি হচ্ছে না। ’

সম্মেলনের পরবর্তী এক অনুষ্ঠানে কেলগ ইউরোপীয়দের আশ্বস্ত করতে ঘোষণা করেন, এর মানে এই নয় যে তাদের স্বার্থ ‘বিবেচনা করা হচ্ছে না’।

কিন্তু ইউরোপীয় নেতারা জানিয়েছেন, তারা আলোচনার বাইরে থাকা মেনে নেবেন না।

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টুব মিউনিখে সাংবাদিকদের বলেন, ‘ইউরোপকে বাদ দিয়ে, ইউক্রেন, ইউক্রেনের ভবিষ্যৎ ও ইউরোপের নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনা বা মধ্যস্থতার কোনও উপায় নেই। ‘

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম