১৩তম সন্তান জন্মের দাবি নারীর, নীরবতা ভেঙে যা বললেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৪ পিএম

অ্যাশলে সেন্ট ক্লেয়ার ও ইলন মাস্ক। ছবি: সংগৃহীত
মার্কিন লেখক ও সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্ট ক্লেয়ার দাবি করেছেন তিনি টেসলার সিইও ইলন মাস্কের সন্তানের মা। তার এই দাবির প্রতিক্রিয়া জানিয়ে নীরবতা ভেঙেছেন মার্কিন এই বিলিওনিয়ার।
স্থানীয় সময় শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ৩১ বছর বয়সি অ্যাশলে এক্স অ্যাকাউন্টে জানিয়েছে, মাস্কের সঙ্গে তার পরিচয় হয় বছর তিনেক আগে। আর পাঁচ মাস আগে তিনি ইলন মাস্কের সন্তানের মা হয়েছেন।
অ্যাশলে লিখেছেন, ‘পাঁচ মাস আগে আমি একটি শিশুর জন্ম দিই। আর ইলন মাস্ক সেই সন্তানের বাবা।’
অ্যাশলে নিজের ও তার সন্তানের নিরাপত্তা, গোপনীয়তার কথা চিন্তা করে এত দিন সন্তানের বাবার পরিচয় প্রকাশ করেননি। তবে কিছু ট্যাবলয়েড পত্রিকা মনগড়া খবর প্রকাশ করছে দেখে সত্যিটা সামনে আনলেন। তার মতে, ‘আমি চাই, আমাদের সন্তান একটা স্বাভাবিক আর নিরাপদ পরিবেশে বড় হোক। আমি গণমাধ্যমকে অনুরোধ করব, যাতে আমাদের গোপনীয়তাকে সম্মান করা হয়। এই নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের পেছনে না ছোটার জন্য অনুরোধ করছি।’
তবে অ্যাশলের এই দাবির প্রতিক্রিয়ায় কোনও মন্তব্য বা বিবৃতি দেননি ইলন মাস্ক। তিনি এ সম্পর্কিত একটি পোস্ট শেয়ার করে লিখেছেন ‘হোয়া’। সাধারণত আশ্চর্য ও মজাদার কোনও অনুভূতি প্রকাশে তিনি এ ধরনের শব্দ ব্যবহার করা হয়।
ট্রাম্প যে পোস্টটি শেয়ার করেছেন ওই পোস্টদাতা লিখেছেন, অ্যাশলে সেন্ট ক্লেয়ার ইলন মাস্ককে ফাঁসাতে ৫ বছর সময় নিয়েছেন।
তবে পুরো ঘটনা যদি সত্যি হয়, তাহলে অ্যাশলে ইলনের ১৩তম সন্তানের মা। এর আগে ইলন চারটি বিয়ে করেছেন।