Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্পের প্রস্তাবে ‘না’, রাশিয়াকে জি–৭ জোটে ফিরিয়ে আনার বিরোধিতা কানাডার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৩ পিএম

ট্রাম্পের প্রস্তাবে ‘না’, রাশিয়াকে জি–৭ জোটে ফিরিয়ে আনার বিরোধিতা কানাডার

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

সম্প্রতি রাশিয়াকে বিশ্বের উন্নত সাত দেশের জোট জি–৭-এ ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মস্কোকে জোটটি থেকে বহিষ্কার করা ভুল ছিল বলেও মন্তব্য করেছেন তিনি। তবে শনিবার ট্রাম্পের এই প্রস্তাবের বিরোধিতা করেছে জোটের অন্যতম সদস্য কানাডা।

জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনের পার্শ্ব বৈঠকের পর কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেন, ‘কানাডার অবস্থান স্পষ্ট, এটি কোনোভাবেই হবে না’।

জোলি জোর দিয়ে বলেন, রাশিয়ার অবৈধ আগ্রাসনের প্রেক্ষাপটে জি-৭ জোটের অবস্থান ঐক্যবদ্ধ ও দৃঢ়।

রাশিয়া একসময় জি-৮ এর সদস্য ছিল, তখন জোটটি জি–৮ নামে পরিচিত ছিল। তবে ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া দখলের পর তাদের বহিষ্কার করা হয়। 

জোলি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, রাশিয়ার ওপর চাপ বজায় রাখতে নিষেধাজ্ঞাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের নিশ্চিত করতে হবে যে ইউক্রেন দীর্ঘস্থায়ী ও ন্যায়সঙ্গত শান্তি অর্জন করতে পারে’।

তিনি আরও উল্লেখ করেন, ‘রাশিয়া তাদের যুদ্ধ প্রচেষ্টার জন্য চীন, উত্তর কোরিয়া এবং ইরানের ওপর ক্রমবর্ধমানভাবে নির্ভরশীল হয়ে পড়ছে’। 

জোলি বলেন, ‘আমরা চীন থেকে দ্বৈত-ব্যবহারের সহায়তা এবং উত্তর কোরিয়া ও ইরান থেকে সামরিক সহায়তা প্রদানের বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং আমরা এই সমর্থনগুলোর নিন্দা জানাই।

শান্তি আলোচনার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে শান্তি আমাদের ঐক্যবদ্ধ করে।’

জোলি নিশ্চিত করেন, জি-৭ সম্মিলিতভাবে ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের আলোচনায় অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা স্বীকার করেছে।

তিনি আরও ঘোষণা করেন, আগামী ১২-১৪ মার্চ কানাডার কুইবেকের শার্লভোয়েতে জি৭-এর পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।  কানাডা এ বছর জি–৭ জোটের সভাপতির দায়িত্ব পালন করছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম