Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউরোপের নিজস্ব সশস্ত্র বাহিনী চান জেলেনস্কি, কিন্তু কেন?

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৮ পিএম

ইউরোপের নিজস্ব সশস্ত্র বাহিনী চান জেলেনস্কি, কিন্তু কেন?

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি সমন্বিত ইউরোপীয় সামরিক বাহিনী তৈরির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইউরোপ মহাদেশকে রাশিয়া থেকে চলমান হুমকি এবং যুক্তরাষ্ট্রের সমর্থন সম্পর্কে অনিশ্চয়তার মধ্যে স্বনির্ভর হতে হবে। এই পরিস্থিতিকে তিনি ‘নতুন বাস্তবতা’ হিসেবে বর্ণনা করেছেন।

১৫ ফেব্রুয়ারি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেওয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, ‘আমাদের অবশ্যই ইউরোপের সশস্ত্র বাহিনী তৈরি করতে হবে- যাতে ইউরোপের ভবিষ্যত কেবল ইউরোপীয়দের উপর নির্ভর করে এবং ইউরোপ সম্পর্কে সিদ্ধান্ত ইউরোপেই নেওয়া হয়।’

ইউক্রেনে রাশিয়ার পূর্ণ-মাত্রার যুদ্ধ শেষ করার প্রচেষ্টায় কিয়েভ এবং ব্রাসেলসকে প্রান্তিক অবস্থানে নিয়ে যেতে পারে, এবং যার ফলে মস্কোর অনুকূলে একটি চুক্তি হতে পারে- এমন শঙ্কার মধ্যে তিনি পুনরাবৃত্তি করে বলেন, যে কোনো আলোচনায় ইউক্রেন এবং ইউরোপকে অবশ্যই সম্পৃক্ত থাকতে হবে।

জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন কখনোই আমাদের সম্পৃক্ততা ছাড়া আমাদের পেছনে করা কোনো চুক্তি মেনে নিবে না। একই নিয়ম সমস্ত ইউরোপের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত। ইউক্রেন ছাড়া ইউক্রেন সম্পর্কে কোনো সিদ্ধান্ত নয়, ইউরোপ ছাড়া ইউরোপ সম্পর্কে কোনো সিদ্ধান্ত নয়।’

জেলেনস্কি বলেন, ‘আমাদের অবশ্যই ইউরোপ হিসেবে কাজ করতে হবে, আলাদা কোনো অংশ হিসেবে নয়।’

রাশিয়া পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করার প্রায় তিন বছর পর তিনি বলেন, ‘ইউক্রেনের ন্যাটো সদস্যপদের সম্ভাবনা তিনি বাদ দিবেন না’ এবং কিয়েভ বাস্তব নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া কোনো যুদ্ধবিরতি মেনে নিবে না।’

তিনি বলেন, ‘যদি ন্যাটো সদস্যপদ না হয়, তবে ইউক্রেনে আরেকটি ন্যাটো গড়ে তোলার শর্ত থাকবে।’

তিনি ইউরোপের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তোলেন, ‘আমেরিকার কি ইউরোপকে প্রয়োজন? বাজার হিসেবে, হ্যাঁ, একজন মিত্র হিসেবে - আমি জানি না।’

ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যানসসহ আমেরিকার শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সাথে বৈঠকের একদিন পর জেলেনস্কির বক্তব্যটি আসে। জেডি ভ্যানস ১৪ ফেব্রুয়ারি সম্মেলনে তার বক্তৃতায় ইউক্রেনে ‘স্থিতিশীলতা, স্থায়ী শান্তির’ প্রয়োজনীয়তার উপর জোর দেন।

জেলেনস্কি ভ্যান্সকে বলেন, প্রায় তিন বছরের যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার সাথে যে কোনো আলোচনার আগে ইউক্রেন ওয়াশিংটনের কাছ থেকে ‘নিরাপত্তার গ্যারান্টি’ চায়।

যুক্তরাষ্ট্র তার কৌশল সম্পর্কে মিশ্র সংকেত প্রেরণ করেছে, যা কিয়েভে উদ্বেগ ছড়িয়ে দিয়েছে যে ইউক্রেনকে হয়তো এমন একটি খারাপ চুক্তিতে বাধ্য করা হতে পারে, যা পুতিনকে আরও উৎসাহিত করবে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই সপ্তাহের শুরুতে ন্যাটো প্রতিরক্ষা মন্ত্রীদের বলেন, ইউক্রেনের সীমানা তাদের ২০১৪ সালের পূর্বের অবস্থায় ফিরে আসার প্রত্যাশা করা ‘অবাস্তব’ এবং বলেন, হোয়াইট হাউস ন্যাটো সদস্যপদকে সংঘাতের সমাধানের অংশ হিসেবে দেখে না।

ইউক্রেন অধিকৃত অঞ্চল থেকে রাশিয়ার সরে আসার দাবি করে এবং বলে, মস্কোকে আবার হামলা করা থেকে বিরত রাখতে তাদের অবশ্যই ন্যাটো সদস্যপদ বা সমমানের নিরাপত্তা গ্যারান্টি পেতে হবে।

১৪ ফেব্রুয়ারি ওয়ারশ’তে তার বক্তব্যে তিনি আবার সতর্ক করে দিয়ে বলেন, আমেরিকার ইউরোপীয় ন্যাটো অংশীদারদের তাদের নিজেদের প্রতিরক্ষা এবং ভবিষ্যতে ইউক্রেনের শান্তি নিশ্চিত করার জন্য আরও অনেক কিছু করতে হবে।

হেগসথ আরও বলেন, রাশিয়ার সাথে আলোচনার জন্য আপনাকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘আস্থায় নিতে হবে না’।

দু'দিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পুতিনের সাথে তার একটি ‘দীর্ঘ এবং অত্যন্ত ফলপ্রসূ’ ফোনালাপ হয়েছে এবং তারা একমত হয়েছেন যে, তাদের টিমগুলি তাৎক্ষণিকভাবে আলোচনা শুরু করবে।

জেলেনস্কি প্রতিক্রিয়া জানিয়ে বলেন, তিনি ইউক্রেনের অন্তর্ভুক্তি ব্যতীত কোনও চুক্তি গ্রহণ করবেন না।

১৪ ফেব্রুয়ারি এনবিসির সাথে একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয় তিনি মনে করেন কিনা যে যুদ্ধবিরতিতে পৌঁছালে ইউক্রেন আরও কয়েক বছরের মধ্যে দুর্বল হয়ে পড়বে। জেলেনস্কি বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি এটি হতে পারে।’

তিনি বলেন, পুতিন যুদ্ধে সমাপ্তি ঘটাতে নয়, বরং যুদ্ধবিরতি চুক্তি করতে চান যাতে রাশিয়ার উপর কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া যায় এবং মস্কোর সেনাবাহিনী পুনর্গঠিত হতে পারে।

জেলেনস্কি বলেন, ‘তিনি আসলে এমনটাই চান। তিনি যুদ্ধবিরতির মাধ্যমে একটি বিরতি চান, প্রস্তুতি নিতে চান, প্রশিক্ষণ দিতে চান এবং কিছু নিষেধাজ্ঞা তুলে নিতে চান।’

বিশ্ব নেতাদের এবং পররাষ্ট্র নীতির বিশেষজ্ঞদের উচ্চ পর্যায়ের বৈঠকে ট্রাম্পের প্রতিনিধিত্বকারী ভ্যান্স বলেন, ইউক্রেনের সাথে বেশ কয়েকটি ‘ভাল কথোপকথন’ হয়েছে এবং ‘আগত দিনগুলোতে, সপ্তাহ এবং মাসগুলিতে’ আরও অনেক কথাবার্তা হবে।

জেলেনস্কি ভ্যান্সের সাথে বৈঠককে ‘একটি ভাল কথোপকথন’ বলে অভিহিত করে একমত হন এবং বলেন, কিয়েভ ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের অবসান ঘটাতে কাজ করতে চায়, তবে আরও বলেন, ‘আমাদের প্রকৃত নিরাপত্তার নিশ্চয়তা দরকার’।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম