Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজা ঘিরে ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা স্প্যানিশ প্রধানমন্ত্রীর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৪ পিএম

গাজা ঘিরে ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা স্প্যানিশ প্রধানমন্ত্রীর

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ছবি: সংগৃহীত

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজাকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’-তে পরিণত করার পরিকল্পনার বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, ‘কোনও রিয়েল এস্টেট কার্যক্রম সাম্প্রতিক বছরগুলোতে গাজায় আমরা যে ন্যক্কারজনক মানবতাবিরোধী অপরাধ দেখেছি তা ঢাকতে পারবে না। ’

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাস্ক কান্ট্রিতে এক সমাবেশে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।  খবর আনাদোলু এজেন্সির। 

পেদ্রো সানচেজ বলেন, ‘কোনও রিয়েল এস্টেট কার্যক্রম সাম্প্রতিক বছরগুলোতে গাজায় আমরা যে ন্যক্কারজনক মানবতাবিরোধী অপরাধ দেখেছি তা ঢাকতে পারবে না।  আমাদের এটি অনুমোদন করা উচিত নয়।  স্পেন এর অনুমতি দেবে না। ’

স্পেনের সমাজতান্ত্রিক দলের নেতা দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ওপর জোর দেন যাতে ফিলিস্তিনি ও ইসরাইলিরা ‘শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার’ সঙ্গে বসবাস করতে পারবে।  

চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে যুদ্ধবিধ্বস্ত গাজা ‘দখল’ করে এটিকে পুনর্নির্মাণ ও ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ তৈরির ঘোষণা দেন। তার প্রস্তাবের লক্ষ্য ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসিত করা। 

এছাড়া সানচেজ মিউনিখে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক মন্তব্যেরও তীব্র নিন্দা করেছেন।  তিনি ইউরোপীয় নেতাদের অতি-ডানপন্থি দলগুলোর প্রতি সহনশীলতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।

সানচেজ বলেন, ‘আন্তর্জাতিক অতি-ডানপন্থিরা চায় ইউরোপকে ভেতর থেকে ধ্বংস করতে। ’

সানচেজ স্পেনের ডানপন্থি দলগুলোকে অভিযোগ করে বলেন, ‘যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় পণ্যের ওপর শুল্ক আরোপ করে, তখন দলগুলো স্পেনের মতো দেশ এবং হাঙ্গেরির মতো অতি-ডানপন্থি নেতৃত্বাধীন দেশ উভয়ের সমালোচনা এড়িয়ে চলে। ’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম