Logo
Logo
×

আন্তর্জাতিক

বৈরুতে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা: ২৫ জনের বেশি গ্রেফতার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৬ এএম

বৈরুতে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা: ২৫ জনের বেশি গ্রেফতার

বৈরুত বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়া জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর (ইউএনআইএফআইএল) কনভয়ের ওপর হামলার ঘটনায় অন্তত ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে শনিবার জানিয়েছেন লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ হাজ্জার।  

আরব নিউজ জানিয়েছে, শুক্রবার রাতে রফিক হারিরি বিমানবন্দরে সহিংস বিক্ষোভ হয়, মুখোশধারী বিক্ষোভকারীরা হিজবুল্লাহর পতাকা ও ইরানের জাতীয় পতাকা বহন করে বিমানবন্দরের রাস্তায় ব্যারিকেড দেয় এবং ইউএনআইএফআইএল কনভয়ের ওপর হামলা চালায়। বিক্ষোভকারীরা তিনটি গাড়ির মধ্যে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।  

এরপর তারা জাতিসংঘ শান্তিরক্ষীদের ধাওয়া করে এবং তাদের ওপর হামলা চালায়। হামলার শিকারদের মধ্যে ইউএনআইএফআইএল বাহিনীর উপ-প্রধান জেনারেল চোক বাহাদুর ধাকালও ছিলেন।  

শনিবার এক জরুরি বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী হাজ্জার জানান, লেবাননের সেনা গোয়েন্দা বিভাগ ২৫ জনেরও বেশি ব্যক্তিকে আটক করেছে, আরেকজনকে নিরাপত্তা বাহিনীর তথ্য বিভাগ জিজ্ঞাসাবাদ করছে।  

তিনি বলেন, ‘রাস্তা অবরোধ, সরকারি ও বেসরকারি সম্পত্তির ওপর হামলা এবং ইউএনআইএফআইএল কনভয় লক্ষ্য করে হামলা—সবই আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ।’  

বিক্ষোভ ও বিমানবন্দর সড়কে সহিংসতা বৃদ্ধির পর লেবাননের সেনাবাহিনী বৈরুতের দক্ষিণাঞ্চলে টহল জোরদার করেছে।  

বিক্ষোভের সূত্রপাত হয় বৃহস্পতিবার, যখন বিমানবন্দর কর্তৃপক্ষ ইরানের একটি যাত্রীবাহী বিমানের অবতরণ অনুমতি প্রত্যাখ্যান করে এবং ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সব ইরানি ফ্লাইটের অনুমতি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।  ইরানি বিমানের প্রবেশে বাধা দেওয়াকে হিজবুল্লাহ  ‘সার্বভৌমত্ব লঙ্ঘন’ বলে বিবৃতি দেয়।

এছাড়া হামলার পর হিজবুল্লাহ ও আমাল আন্দোলন নিজেদের দায় এড়িয়ে বলেছেন, হামলাকারীরা ছিল ‘অনুপ্রবেশকারী’।  

জাতিসংঘ কনভয়ের ওপর হামলা জাতীয় ও আন্তর্জাতিকভাবে তীব্র নিন্দার মুখে পড়েছে।  

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, ‘বৈরুত বিমানবন্দর সড়কে এবং রাজধানীর বিভিন্ন এলাকায় গত রাতে যা ঘটেছে, তা গ্রহণযোগ্য নয়, নিন্দনীয় এবং এটি পুনরাবৃত্তি হওয়া উচিত নয়।’  

তিনি আরও বলেন, ‘যে কোনো পক্ষ যারা নিরাপত্তা ও নাগরিক শান্তি বিঘ্নিত করতে চাইবে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।’  

প্রধানমন্ত্রী নাওয়াফ সালামও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং সহিংসতার জন্য দায়ীদের গ্রেপ্তার করে বিচারিক প্রক্রিয়ায় আনার আহ্বান জানিয়েছেন।  

লেবাননের ভারপ্রাপ্ত সেনাপ্রধান মেজর জেনারেল হাসান ওউদা হামলার নিন্দা জানিয়ে বলেছেন, অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে।  

এদিকে, লেবাননের কর্তৃপক্ষ তেহরানে আটকে পড়া দেশটির যাত্রীদের ফিরিয়ে আনার চেষ্টা করছে, কারণ ইরান রাজধানী থেকে বৈরুতে সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রেখেছে।  

ইরানও লেবাননের মধ্যপ্রাচ্য এয়ারলাইন্সের (মিডল ইস্ট এয়ারলাইন্স) কোনো বিমানকে তেহরানে অবতরণের অনুমতি দেয়নি।  

ইসরায়েল অভিযোগ করেছে, ইরান বেসামরিক উড়োজাহাজ ব্যবহার করে হিজবুল্লাহর কাছে অর্থ পাঠাচ্ছে, যা তাদের সামরিক শক্তি পুনর্গঠনে সহায়তা করছে।  

লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজ্জি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের প্রধান মেজর জেনারেল অ্যারোল্ডো লাজারো এবং লেবাননে জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী জেনিন হেনিস-প্লাসচার্টের সঙ্গে কথা বলেছেন।  

তিনি ইউএনআইএফআইএলের ভূমিকার প্রতি লেবাননের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং মিশনের কার্যক্রমে সরকারের সমর্থনের কথা জানিয়েছেন।  

মার্কিন পররাষ্ট্র দপ্তর দ্রুতই ইউএনআইএফআইএল কনভয়ের ওপর ‘হিজবুল্লাহ সমর্থকদের দ্বারা সংঘটিত সহিংস হামলার’ নিন্দা জানিয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম