Logo
Logo
×

আন্তর্জাতিক

চীন থেকে ক্ষেপণাস্ত্র তৈরির উপকরণ আনছে ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২০ পিএম

চীন থেকে ক্ষেপণাস্ত্র তৈরির উপকরণ আনছে ইরান

ছবি: সংগৃহীত

চীন থেকে ক্ষেপণাস্ত্র তৈরির উপকরণ আনছে ইরান।  ইতোমধ্যে এক হাজার টন চীনা তৈরি রাসায়নিক বহনকারী দুটি জাহাজের মধ্যে প্রথমটি বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ইরানের আব্বাস বন্দরে নোঙর করেছে। এসব রাসায়নিক ইরানের সামরিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জ্বালানির জন্য গুরুত্বপূর্ণ উপাদান বলে ধারণা করা হচ্ছে। 

গত বছর ইরানের গুরুত্বপূর্ণ কারখানাগুলোতে ইসরাইলের বিধ্বংসী হামলার পর তেহরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এটি তার ইঙ্গিত। 

দুটি ইউরোপীয় গোয়েন্দা সূত্রের মতে, গোলবন জাহাজটি তিন সপ্তাহ আগে চীনের তাইচাং বন্দর থেকে ১,০০০ টনের সোডিয়াম পারক্লোরেটের চালান নিয়ে যাত্রা করে।  এই রাসায়নিক ইরানের মধ্য-পাল্লার প্রচলিত ক্ষেপণাস্ত্রকে শক্তি প্রদানকারী কঠিন প্রোপেল্যান্ট উৎপাদনের প্রধান অগ্রদূত।

গোয়েন্দা সূত্রের মতে, সোডিয়াম পারক্লোরেট ইরানের খেইবার শেকান ক্ষেপণাস্ত্রের জন্য প্রায় ২৬০টি কঠিন রকেট মোটর বা ২০০টি হজ কাসেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য পর্যাপ্ত প্রোপেল্যান্ট তৈরি করতে পারে।

এই চলানটি এমন এক সময় এলো যখন ইরান তার মিত্রদের পরাজয়ে বিশেষ করে, সিরিয়ায় বাশার আল আসাদের পতন এবং লেবাননে ইসরাইলি আগ্রাসনে হিজবুল্লাহর ব্যাপক ক্ষয়তিতে আঞ্চলিক ধাক্কার মুখোমুখি হয়েছে। 

গত অক্টোবরে ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনায় ইসরাইলি হামলার পরে কিছু পশ্চিমা বিশেষজ্ঞ বলেছিলেন, ইরানের সলিড-প্রোপেল্যান্ট উৎপাদন পুনরায় শুরু করতে কমপক্ষে এক বছর সময় লাগতে পারে। 

তবে চীন থেকে আসা এই চালান ইঙ্গিত দেয় যে ইরান তার ক্ষেপণাস্ত্র উৎপাদন থেকে খুব বেশি দূরে নয় - অথবা তারা ইতোমধ্যেই ফিরে আসতে পারে।

তথ্যসূত্র: সিএনএন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম