Logo
Logo
×

আন্তর্জাতিক

মার্কিন ভাইস প্রেসিডেন্টের সতর্কবার্তা

ইউরোপীয় মিত্ররা ভেতর থেকেই হুমকির মুখে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৬ পিএম

ইউরোপীয় মিত্ররা ভেতর থেকেই হুমকির মুখে

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইউরোপীয় মিত্রদের অভ্যন্তরীন হুমকি সম্পর্কে সতর্ক করে বলেছেন, ইউরোপীয় সরকারগুলো চরম সেন্সরশীপ চালাচ্ছেন এবং তারা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া অভিবাসন পরিস্থিতি যথার্থভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে তিনি এই সতর্ক বার্তা দিয়েছেন।

জেডি ভ্যান্স বলেন, ইউরোপে যে হুমকি সম্পর্কে আমি উদ্বিগ্ন ইউরোপ, রাশিয়া বা রাশিয়া ইউরোপ নয়, ইউরোপ চীনও নয়, এটা কোনো বাইরের দেশের কেউ নয়। আমি যা নিয়ে উদ্বিগ্ন তা হলো ভেতর থেকেই হুমকি, তাদের কিছু মৌলিক মূল্যবোধ থেকে ইউরোপের সরে আসা যে মূল্যবোধগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গেও অভিন্ন।

নেটোর মিত্র রাষ্ট্র রোমানিয়া যে রাশিয়ার অপতথ্যের প্রমাণকে কেন্দ্র করে সম্প্রতি তাদের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বাতিল করেছে, ভ্যান্স তার নিন্দা করেন বলেন, আপনাদের গণতন্ত্র যদি বাইরের দেশের কয়েক লাখ ডলারের বিজ্ঞাপন নষ্ট করে দিতে পারে, তাহলে গোড়া থেকেই তা যথেষ্ট মজবুত ছিল না। 

তিনি আরও বলেন, আমি আমার ইউরোপীয় বন্ধুদের বলবো বিষয়টির প্রেক্ষাপট দেখার জন্য।

তিনি বাহ্যত ডানপন্থি দলগুলোর প্রতি তার সমর্থন প্রকাশ করেন যে দলগুলোকে ইউরোপের সরকারগুলোতে যোগ দিতে নিষিদ্ধ করা হয়েছে। তিনি বলেন, গণতন্ত্র এই পবিত্র নীতির ওপর নির্ভর করে যে জনগণের কন্ঠই আসল ব্যাপার। সেখানে কোনো রকমের কঠোর প্রতিবন্ধকতা স্থাপনের কোনো সুযোগ নেই।

ভ্যান্স বলেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সামনে অত্যন্ত জরুরি সব চ্যালেঞ্জের মধ্যে অভিবাসন চ্যালেঞ্জের চেয়ে আর বড় কিছু নেই।

তিনি গোটা মহাদেশ এবং বিশ্বজুড়ে রাজনীতিক এবং অন্যান্যদেরও সচেতন ও ধারাবাহিকভাবে এ ধরণের সিদ্ধান্ত গ্রহণকে দায়ী করেন এবং তিনি মিউনিখে বৃহস্পতিবারের হামলার কথাটি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন যেখানে একজন আফগান নাগরিক ভিড়ের মধ্যে তার গাড়িয়ে চালিয়ে অন্তত ৩০ জনকে আহত করেছেন।

সেখানে উপস্থিত নেতা ও শীর্ষ কর্মকর্তারা আশা করছিলেন যে ভ্যান্স ইউক্রেন ও রাশিয়ার ব্যাপারে গুরুত্ব দিয়ে আলোকপাত করবেন। তিনি এই বিষয়টি নিয়ে সামান্যই মন্তব্য করেছেন।

ভ্যান্স বলেন, ট্রাম্প প্রশাসন, ইউরোপীয় নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন এবং বিশ্বাস করেন যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আমরা একটা যুক্তিসঙ্গত নিস্পত্তিতে পৌঁছাতে পারব। আর আমরা এটাও মনে করি যে এটা গুরুত্বপূর্ণ যে আগামী বছরগুলিতে ইউরোপ তার নিজের প্রতিরক্ষার দায়িত্বে আর বড় ভূমিকা পালন করবে।

ভ্যান্সের ভাষণের পর জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস ইউরোপীয় নীতিকে ভ্যান্স যেভাবে তুলে ধরেছেন তা প্রত্যাখ্যান করেন।

তিনি বলেন, আমি যদি ঠিক মতো বুঝে থাকি তা হলে তিনি ইউরোপের কিছু অংশের অবস্থাকে কর্তৃত্ববাদী অঞ্চলগুলির সঙ্গে তুলনা করছেন… সেটা গ্রহণযোগ্য নয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম