Logo
Logo
×

আন্তর্জাতিক

যুদ্ধের কারণে বিচ্ছিন্ন হওয়া দুই কন্যাকে যেভাবে ফিরে পেলেন মা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৭ পিএম

যুদ্ধের কারণে বিচ্ছিন্ন হওয়া দুই কন্যাকে যেভাবে ফিরে পেলেন মা

চলমান ইউক্রেন যুদ্ধের কারণে মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় দুই রুশ কিশোরী। সম্প্রতি কাতারের মধ্যস্থতায় নিজ দেশে এবং মায়ের কোলে ফিরেছে দুই বোন।

শুক্রবার রাশিয়ার শিশু অধিকার কমিশনার মারিয়া লভোভা-বেলোভার বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এদিকে দুই কিশোরীকে ফিরিয়ে দিতে মধ্যস্থতা করায় মধ্যপ্রাচ্যের দেশ কাতারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, কাতার এর আগেও রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত পরিবারের শিশুদের পুনর্মিলনের জন্য মধ্যস্থতা করেছে।

লভোভা-বেলোভা জানান, এই দুই বোন ইউক্রেনে তাদের দাদা-দাদির সঙ্গে বসবাস করছিল। ওই সময় তাদের মা রাশিয়ায় কর্মরত ছিলেন।এর মধ্যে যুদ্ধ শুরু হলে তারা দুই দেশে বিচ্ছিন্ন অবস্থায় রয়ে যান।তাদেরকে রাশিয়ায় ফিরিয়ে নিতে আন্তর্জাতিক রেড ক্রস কমিটিও সহায়তা করেছে।

রাশিয়ার এই শিশু অধিকার কর্মকর্তা আরও জানান, এখন পর্যন্ত ১১টি পরিবারের ১৭ জন শিশু-কিশোরকে রাশিয়ায় তাদের পরিবারের কাছে ফিরিয়ে আনা হয়েছে।অন্যদিকে ৭৫টি পরিবারের ৯৫টি শিশু ইউক্রেন ও অন্যান্য দেশে তাদের আত্মীয়-স্বজনের সঙ্গে পুনর্মিলিত হয়েছে।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম