Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অ্যাপল ও গুগল স্টোরে ফিরল টিকটক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৪ পিএম

যুক্তরাষ্ট্রে অ্যাপল ও গুগল স্টোরে ফিরল টিকটক

ছবি: সংগৃহীত

অ্যাপল ও গুগলের মার্কিন অ্যাপ স্টোরে আবারো ফিরে এসেছে টিকটক।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটকের ওপর নিষেধাজ্ঞা কার্যকরের সময়সীমা ৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করার পর থেকেই অ্যাপে এটি দেখা যাচ্ছে। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

জনপ্রিয় এই অ্যাপটি, যুক্তরাষ্ট্রে ১৭০ মিলিয়নেরও বেশি মানুষ ব্যবহার করে। নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হওয়ার পথে থাকায়,গত মাসে সংক্ষিপ্ত সময়ের জন্য মার্কিন বাজার থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল এটি।

ট্রাম্প পরে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যেখানে টিকটককে বিক্রির জন্য ৭৫ দিনের অতিরিক্ত সময় দেওয়া হয়।

এই বিষয়ে কোনও মন্তব্য করেনি টিকটক। তবে ব্লুমবার্গ জানায় , অ্যাপল ও গুগল, ট্রাম্প প্রশাসনের কাছ থেকে আশ্বাস পেয়েছে যে, তারা অ্যাপ ডাউনলোডের অনুমতি দেওয়ার জন্য দায়বদ্ধ হবে না এবং নিষেধাজ্ঞা আপাতত কার্যকর করা হবে না।

ডেমোক্র্যাট ও রিপাবলিকান- উভয় দলের সমর্থনে কংগ্রেসে পাস হওয়া এই নিষেধাজ্ঞার আইনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষর করেছিলেন। আইনে বলা হয়েছিল, টিকটকের চীনা মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সকে অ্যাপটির মার্কিন সংস্করণ বিক্রি করতে হবে, অন্যথায় এটি নিষিদ্ধ করা হবে।

বাইডেন প্রশাসন দাবি করেছিল যে, টিকটক চীনের জন্য গোয়েন্দাগিরি এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের হাতিয়ার হতে পারে। তবে চীন ও টিকটক বারবার এই অভিযোগ অস্বীকার করেছে।

বেইজিং আগেও টিকটকের মার্কিন অংশ বিক্রির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। শেষ পর্যন্ত মার্কিন সুপ্রিম কোর্ট আইনটিকে বহাল রাখে।

ট্রাম্প তার প্রথম প্রেসিডেন্ট মেয়াদে টিকটক নিষিদ্ধ করার পক্ষে ছিলেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে তার অবস্থান কিছুটা বদলেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম