পুতিন-ট্রাম্পের ফোনালাপ বলে দিচ্ছে ইউরোপের দিন শেষ: মেদভেদেভ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২১ পিএম

রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনে কথোপকথন নিয়ে ইউরোপ ঈর্ষান্বিত ও রাগান্বিত। কারণ, এতে বিশ্বমঞ্চে ইউরোপের ক্ষমতা কমেছে। বৃহস্পতিবার তিনি এ কথা বলেন।
গতকাল বুধবার ট্রাম্প-পুতিনের মধ্যে ফোনে কথা হয়। এ সময় দুই নেতা ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা শুরু করার বিষয়ে একমত হয়েছেন। এ ঘটনায় ইউরোপের কিছু রাজনীতিক উদ্বেগ প্রকাশ করেছেন। তারা মনে করছেন, এই দুই নেতা কিয়েভের জন্য ক্ষতিকর হতে পারে, এমন কিছু শর্তে ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি করতে চাইতে পারেন।
আজ জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, মার্কিন প্রশাসন ইতিমধ্যে আলোচনা শুরুর আগেই রাশিয়াকে ছাড় দেওয়ার কথা বলায় তিনি ক্ষুব্ধ।
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ বার্তা আদানপ্রদানের অ্যাপ টেলিগ্রামে লিখেছেন, ‘ইউরোপ ঈর্ষান্বিত’। তিনি বলেছেন, ট্রাম্প ও পুতিনের ফোনে আলাপ-আলোচনা সম্পর্কে ইউরোপকে সতর্ক করা হয়নি কিংবা এর বিষয়বস্তু নিয়ে পরামর্শও করা হয়নি।
মেদভেদেভ বলেন, এটা বিশ্বে তাদের (ইউরোপের) প্রকৃত অবস্থা জানান দিচ্ছে। ইউরোপের দিন শেষ হয়ে গেছে।